'সময়োপযোগী অনুষ্ঠান প্রচারে রেডিও তেহরান অনন্য নজির স্থাপন করেছে'
https://parstoday.ir/bn/news/letter-i121274-'সময়োপযোগী_অনুষ্ঠান_প্রচারে_রেডিও_তেহরান_অনন্য_নজির_স্থাপন_করেছে'
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র ‘রেডিও তেহরান’ সংশ্লিষ্ট সকলকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
মার্চ ২৯, ২০২৩ ১৯:৩৪ Asia/Dhaka
  • 'সময়োপযোগী অনুষ্ঠান প্রচারে রেডিও তেহরান অনন্য নজির স্থাপন করেছে'

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র ‘রেডিও তেহরান’ সংশ্লিষ্ট সকলকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে রেডিও তেহরানের নিয়মিত পরিবেশনা ‘খোদাপ্রেমের অনন্য উৎসব’ অনুষ্ঠানের পর্বগুলো বেশ শিক্ষণীয়। পবিত্র মাহে রমজানের রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কিত তথ্যাবলির সুন্দর প্রচার পাচ্ছে রেডিও তেহরানের মাধ্যমে। রেডিও তেহরান প্রতিবছর পবিত্র রমজান মাসে এরকম বিশেষ অনুষ্ঠান প্রচার করে, যার মাধ্যমে মাহে রমজানের ঐতিহাসিক শিক্ষা গ্রহণ সম্ভব হয়।

‘রমজান : খোদা প্রেমের অনন্য উৎসব (পর্ব-৩)’ থেকে জানতে পারলাম যে,  ‘যে ব্যক্তি খোদাভীরু বা খোদা সচেতন হন তথা আল্লাহর ব্যাপারে সদা সচেতন হন তার গোটা মন-মানসিকতা বা মাইন্ডসেট পুরোপুরি বদলে যায়। তিনি তখন সব ধরনের ব্যাথা- বেদনা এবং প্রতিকূলতা বা বিপদ-আপদ সবই সুন্দরভাবে মোকাবেলা করতে পারেন। তার জন্য তখন সবই সহজ হয়ে যায়।’

পবিত্র মাহে রমজানের রোজা রাখার প্রধান উদ্দেশ্য হলো খোদাভীতি। রেডিও তেহরান যেভাবে পরিমার্জিতভাবে রোজা রাখার প্রধান উদ্দেশ্যের শিক্ষা প্রচার করে যাচ্ছে তা খুব কম বেতার মাধ্যমে শোনা যায়। সময়োপযোগী অনুষ্ঠান প্রচারে রেডিও তেহরান অনন্য নজির স্থাপন করেছে। পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য প্রচারে আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে রেডিও তেহরান অনন্য উচ্চতায় আরোহণ করেছে।

আহলে বাইত (আ.) এর প্রতি লাখো কোটি সালাম জানাই। রেডিও তেহরান সংশ্লিষ্ট সকলকে মহান আল্লাহ সোবহানা তাআলা সুস্থ রাখুন। রেডিও তেহরান সংশ্লিষ্ট সকলকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ।

 

শুভেচ্ছান্তে

এস. এম. হৃদয় রহমান

ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী

গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,

ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯