ট্রাম্পের প্রস্তাব-ভিত্তিক চুক্তিতে স্বাক্ষরের ঘোষণা দিল হামাস
https://parstoday.ir/bn/news/event-i152786-ট্রাম্পের_প্রস্তাব_ভিত্তিক_চুক্তিতে_স্বাক্ষরের_ঘোষণা_দিল_হামাস
পার্স-টুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজা উপত্যকায় তেল আবিবের দুই বছরেরও বেশি সময় ধরে চলমান গণহত্যা-যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ইসরায়েলের সাথে পরোক্ষ আলোচনায় হামাস একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে।
(last modified 2025-10-09T12:27:47+00:00 )
অক্টোবর ০৯, ২০২৫ ১০:০৫ Asia/Dhaka
  • মিশরের শারমুশ শেইখে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশগ্রহণকারী হামাস-প্রতিনিধিদের কয়েকজন। ৮ অক্টোবর,২০২৫
    মিশরের শারমুশ শেইখে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশগ্রহণকারী হামাস-প্রতিনিধিদের কয়েকজন। ৮ অক্টোবর,২০২৫

পার্স-টুডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজা উপত্যকায় তেল আবিবের দুই বছরেরও বেশি সময় ধরে চলমান গণহত্যা-যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ইসরায়েলের সাথে পরোক্ষ আলোচনায় হামাস একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে।

আজ ভোররাতে এই ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। দলটি বলেছে এই সমঝোতা বা চুক্তিতে "গাজায়  যুদ্ধের অবসান, সেখান থেকে দখলদারিত্ব ( ও দখলদার সেনা) প্রত্যাহার এবং সাহায্য প্রবেশের" পাশাপাশি গাজায় অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের সাথে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ের কথা বলা হয়েছে।

হামাস উল্লেখ করেছে যে চুক্তি স্বাক্ষরের আগে প্রস্তাবটি সম্পর্কে বিভিন্ন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সাথে "দায়িত্বপূর্ণ এবং গুরুতর" আলোচনা করেছে। 

আন্দোলনটি পুনর্ব্যক্ত করেছে যে "আমাদের ফিলিস্তিনি জনগণকে নির্মূল করার যুদ্ধ বন্ধ করা এবং গাজা উপত্যকা থেকে দখলদারিত্ব প্রত্যাহার" বাস্তবায়নের তীব্র আকাঙ্ক্ষার আলোকেই এই চুক্তিতে উপনীত হয়েছেন তারা। ট্রাম্পের ২০-দফা প্রস্তাবে সাড়া দিয়ে হামাস ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি পণ-বন্দীদের মুক্তি দিতে এবং গাজার প্রশাসনকে একটি ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরে সম্মত হওয়ার পর চুক্তির বিষয়ে এই আলোচনা শুরু হয়।

আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনগুলোর পক্ষ থেকে হামাসের এই জবাব ব্যাপকভাবে সমাদৃত হয়েছে, এবং এইসব আন্দোলন এই প্রতিক্রিয়াকে পরিমাপিত ও রাজনৈতিকভাবে কৌশলপূর্ণ বলে অভিহিত করেছে।

হামাস এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফিলিস্তিনি বন্দীদের তালিকা পাঠানোর কথা জানিয়েছে।  

এদিকে চুক্তির প্রস্তাবে সাড়া দেয়া সত্ত্বেও হামাস ২০২৩ এবং এই বছরের জানুয়ারিতে তেল আবিবের সঙ্গে অনুরূপ চুক্তি স্বাক্ষর সত্ত্বেও সেইসব চুক্তির প্রতি ইসরায়েলের বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করে, আবারও ইসরায়েলের পক্ষ থেকে চুক্তির ধারা হতে বিচ্যুত হওয়ার আশঙ্কা সম্পর্কে জোরালো হুঁশিয়ারি দিয়েছে।

চুক্তির সব ধারা ও সংশ্লিষ্ট সব শর্ত অবশ্যই তেলআবিবের পক্ষ থেকে মেনে চলতে হবে বলে হামাস সতর্ক করে দিয়েছে।
হামাস ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্তদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে যে, "চুক্তিতে সম্মত-হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন বা প্রয়োগ এড়িয়ে যেতে বা বিলম্ব করতে তেলআবিবকে সুযোগ দেবেন না।"

ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মারাত্মক দুর্ভিক্ষের পাশাপাশি, প্রায় এক লাখ ফিলিস্তিনি শহীদ ও নিখোঁজ  হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও আহত ও পঙ্গু হয়েছে এক লাখেরও বেশি  ফিলিস্তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়কে অমান্য করে ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর প্রস্তাব এবং গণহত্যা প্রতিরোধ ও গাজা উপত্যকার বিপর্যয়কর মানবিক পরিস্থিতির উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে তেল আবিব গাজার বাসিন্দাদের বিরুদ্ধে গণহত্যামূলক অপরাধ চালিয়ে যাচ্ছে।

প্রায় ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের ওপর চলা ইসরায়েলি গণহত্যা, ক্রমবর্ধমান জবরদখল ও নানা ধরনের অবমাননা আর নৃশংস নির্যাতন ও কঠোর অবরোধের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে এক ঐতিহাসিক অভিযান শুরু করে। আল-আকসা তুফান নামের এই অভিযানে প্রায় এক হাজার ইসরায়েলি নিহত হয় ও বন্দি হয় প্রায় আড়াইশ দখলদার সেনা ও নাগরিক। এরপর ইসরায়েল গণহত্যা অভিযান জোরদার করে একই দিন থেকে। ইসরায়েল জাতিসংঘের নানা প্রস্তাব অমান্য করে ফিলিস্তিনের বেশিরভাগ অঞ্চল দখল করে রেখেছে যার মধ্যে রয়েছে মুসলমানদের প্রথম কিবলাসহ জেরুজালেম আলকুদস শহরটি। একইভাবে ইসরায়েল সিরিয়া ও লেবাননেরও  বিস্তীর্ণ বহু অঞ্চল দখল করে রেখেছে। # 

পার্স টুডে/এমএএইচ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।