পরমাণু সক্ষমতা ধ্বংসের দাবি বোকামি- লারিজানি/নেতানিয়াহু গণহত্যার জন্য দায়ী- ভেনেজুয়েলা
https://parstoday.ir/bn/news/world-i154508-পরমাণু_সক্ষমতা_ধ্বংসের_দাবি_বোকামি_লারিজানি_নেতানিয়াহু_গণহত্যার_জন্য_দায়ী_ভেনেজুয়েলা
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জোর দিয়ে বলেছেন: হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ইসরায়েলের সব অপকর্ম বোকামি ছাড়া আর কিছুই নয়, কারণ ইরানে আমাদের হাজার হাজার পারমাণবিক বিশেষজ্ঞ রয়েছে।
(last modified 2025-11-29T13:18:37+00:00 )
নভেম্বর ২৯, ২০২৫ ১১:৫৮ Asia/Dhaka
  • আলী লারিজানি
    আলী লারিজানি

পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জোর দিয়ে বলেছেন: হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ইসরায়েলের সব অপকর্ম বোকামি ছাড়া আর কিছুই নয়, কারণ ইরানে আমাদের হাজার হাজার পারমাণবিক বিশেষজ্ঞ রয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি শুক্রবার ইসলামাবাদে HUM নিউজ নিউজ নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চিন্তাভাবনা শিশুসুলভ এবং বোকামি, কারণ পারমাণবিক শিল্প হল দেশীয় জ্ঞান যা তেহরান গুরুত্বের সাথে অনুসরণ করছে।

পার্সটুডে জানিয়েছে, ফার্সের উদ্ধৃতি দিয়ে লারিজানি আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড ধ্বংস করা হয়েছে। কিন্তু "ধরে নেওয়া যাক ট্রাম্প ঠিক বলেছেন, তাহলে তারা কী চান? তাদের সমস্যার সমাধান হয়েছে?" লারিজানি বলেন, "যেমনটি বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির জ্ঞানের শিকড় আমাদের বিজ্ঞানীদের মনে আছে। ইরানে এখন হাজার হাজার বিশেষজ্ঞ রয়েছে। অতএব, আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে এমন ভাবনা বোকামি।"

ইরানের সাথে সামরিক সহযোগিতা কৌশলগত চুক্তির কাঠামোর মধ্যে রয়েছে: রাশিয়া

ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের দ্বারা কোনও আক্রমণের ক্ষেত্রে ইরানকে রাশিয়ার সম্ভাব্য সামরিক সহায়তা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্ট করে বলেছেন যে ইরানের সাথে সহযোগিতা তেহরান এবং মস্কোর মধ্যে "বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি"র উপর ভিত্তি করে। তিনি বলেন: এই চুক্তি দুই দেশের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য একটি নির্দিষ্ট কাঠামো নির্ধারণ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতার জন্য হুমকি: পিয়ংইয়ং

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এক বিবৃতি প্রকাশ করে বলেছে: "এই বছরের শুরুতে শুরু হওয়া এবং কোরীয় উপদ্বীপ এবং আশেপাশের অঞ্চলে কৌশলগত স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ মার্কিন সামরিক পদক্ষেপগুলি বছরের শেষের দিকে আরও হুমকি হয়ে উঠবে।" উত্তর কোরিয়ার সরকারের বিবৃতিতে বলা হয়েছে: পিয়ংইয়ং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য মার্কিন সামরিক হুমকি মোকাবেলায় তার শক্তি ব্যবহার করবে।

সিরিয়ার উপর ইসরায়েলের আক্রমণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: আরব লীগ

আরব লীগ দামেস্কের উপকণ্ঠে বেইত জিন শহরে ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি জারি করেছ। এতে বলা হয়েছে ইসরায়েলি হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত এবং ২৫ জন আহত হয়েছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এই বিবৃতিতে, আরব লীগ সচিবালয় সিরিয়ার উপর ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং আক্রমণ এবং বাফার জোন এবং পার্শ্ববর্তী এলাকায় তাদের অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে, এটিকে আন্তর্জাতিক আইন এবং যুদ্ধবিরতি চুক্তি এবং ১৯৭৪ সালে সংঘাতের সমাপ্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

নেতানিয়াহু এই অঞ্চলে গণহত্যার জন্য দায়ী: ভেনিজুয়েলা

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান খেল পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলের অপরাধের প্রতিবাদ জানিয়ে বলেছেন: নেতানিয়াহু গণহত্যাকারী সরকার পরিচালনা করেন এবং তিনি এই সহিংসতার জন্য সরাসরি দায়ী। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন: সিরিয়া, ফিলিস্তিন এবং লেবাননে যা ঘটছে তা চরম বর্বরতা। তিনি বলেন: "আন্তর্জাতিক অপরাধ আদালত, যার কিনা জাতিগুলিকে রক্ষা করা উচিত তারা চাপ এবং হুমকির কারণে শক্তিহীন এবং অচল হয়ে পড়েছে।"#

পার্সটুডে/এমআরএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।