'রেডিও তেহরান মানেই রাতের আকাশে সহস্র নক্ষত্রের ঝলকানি'
https://parstoday.ir/bn/news/letter-i121296-'রেডিও_তেহরান_মানেই_রাতের_আকাশে_সহস্র_নক্ষত্রের_ঝলকানি'
‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী হয়েছেন ৯ জন। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ লেখাগুলো পার্সটুডেতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জের সিনিয়র শ্রোতা হারুন অর রশীদ-এর লেখা।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
মার্চ ৩০, ২০২৩ ১৫:৩০ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান মানেই রাতের আকাশে সহস্র নক্ষত্রের ঝলকানি'

‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী হয়েছেন ৯ জন। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ লেখাগুলো পার্সটুডেতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জের সিনিয়র শ্রোতা হারুন অর রশীদ-এর লেখা।

কোন এক শীতের রাতে রেডিও নব ঘুরিয়ে শুনতে থাকা ক্ষুদ্র তরঙ্গে ভালো লাগার মূর্ছনায় আবিষ্ট হয়ে পড়ি। আবিষ্কার করি রেডিও তেহরান। আটকা পড়ি প্রিয় কণ্ঠের জাদুতে। সেই থেকে শুনতে থাকি রেডিও তেহরান।

পার্থিব দেনা-পাওনা আর স্বার্থের দাঁড়িপাল্লায় সময়ের স্রোতধারায় অজস্র স্মৃতির জোনাকিরা কখনো কখনো হারিয়ে গেলেও রেডিও তেহরান কখনো বিলীন হবার নয়। সময়ের পরিক্রমায় বরং তা ফিরে এসেছে নব উদ্দীপনার সোনালী মোড়কে। রেডিও তেহরানের সেরা ও বিশুদ্ধ বিনোদনের শিক্ষণীয় অনুষ্ঠান বৃহস্পতিবার-এর 'রংধনু আসর', সোমবারের 'প্রিয়জন' স্মরণের জানালায় স্মৃতির নকশীকাঁথায় রকমারি বর্ণিল রঙে আঁকা মনের মনি কোঠায় আজও অমলিন, চির ভাস্বর।

রেডিও তেহরান মানেই রাতের আকাশে সহস্র নক্ষত্রের ঝলকানি। রেডিও তেহরান মানেই পুণ্যময় ঈমানী শক্তিতে গঠিত আদর্শ মানব জীবন শৈলী। পারস্য উপসাগরের তীর বেয়ে ছুটে চলা রেডিও তেহরান তার সত্য সংবাদ পরিবেশন করে, মানবতার জয়গানের কণ্ঠ কাফেলা নিয়ে যুগ যুগ ধরে চলমান দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদী ও সোচ্চার হয়ে মধ্যপ্রাচ্যে এক অপ্রতিরোধ্য ক্ষমতার রোল মডেল হয়ে, দুরন্ত দুর্বার শক্তির উৎস হয়ে দেখা দিয়েছে। পশ্চিমা'রা যাকে সমীহ করতে বাধ্য হচ্ছ। ইয়েমেন, লেবাননসহ মধ্যপ্রাচ্যে ইরান তাইতো এক মাববতার উজ্জ্বল দৃষ্টান্ত।

পারস্য উপসাগরের প্রতিটি জলরাশির গর্জনে কান পেতে আমি খু্ঁজে পাই রেডিও তেহরানকে। যার প্রতিটি গর্জনে আমি শুনি মানবতার জয়গান। আমি শুনি রেডিও তেহরান-এর বিজয় কথন। আমি মনে করি রেডিও তেহরান মানেই ইসলামের শান্তির পতাকা তলে বিশ্ববাসীকে আহ্বান।

রেডিও তেহরান মানেই মজলুমের পক্ষের শক্তি। অন্যান্য তথাকথিত রং-চঙা আন্তর্জাতিক রেডিও স্টেশনগুলো হারিয়ে গেলেও রেডিও তেহরান টিকে রয়েছে মহীরুহ হয়ে। ভালোবাসার সাম্পানে, সুখ-সরোবরে রেডিও তেহরান তার নোঙর ভিড়িয়েছে সময়ের পরিক্রমায়- যা এখন আনন্দ বারিধারায় হাজারো শ্রোতার প্রীতিসিক্ত হৃদয়ের পরিপক্ব ফসল।

বাংলাদেশ-ভারতসহ সারা বিশ্বে রেডিও তেহরান এর শ্রোতা বেড়েছে। কালের কণ্ঠে যোগ হয়েছে হাজারো শ্রোতা ক্লাব। ফ্যান ক্লাবের হাল ধরেছে অনেক গুণী ও দক্ষ নাবিক। ফলস্বরুপ রেডিও তেহরান ব্যাপক জনপ্রিয় হচ্ছে সময়ের স্রোতধারায়। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভাতৃত্ববোধের এক অটুট বন্ধনের চমৎকার সেতুবন্ধন তৈরি হয়েছে সারা বিশ্বে শ্রোতা মহলে। যার অনন্য দাবিদার রেডিও তেহরান এর সকল কলাকুশলী ও পৃষ্ঠপোষক মহল। তাইতো আমি বলি-

"রেডিও তেহরান বেঁচে থাক,

মজলুম প্রাণ ফিরে পাক,

এই দুনিয়ায়-

মরুর বুকে ফুটুক ফুল

নব আশায়, ভালোবাসায়।"

জীবনে প্রকৃত সুখ খুঁজে পেতে হলে জীবনকে সুস্থ, সুন্দর ও ইসলামি মুল্যবোধের চেতনায় সাজানো প্রয়োজন। আর রেডিও তেহরান সেই সুনিপুণ কাজটি করে যাচ্ছে ইথার তরঙ্গে কিংবা সোস্যাল মিডিয়ার ফেসবুক লাইভে। রেডিও তেহরানের ওয়েব সাইডও সেই গুরুত্বপূর্ণ কাজটি করে যাচ্ছে। রেডিও তেহরানের কল্যাণে আমি জেনেছি ইরানের নৈসর্গিকতাকে। আমি জেনেছি ইরানের ইসলামী আন্দোলনের নেতা আয়াতুল্লাহ খোমেনীকে। রেডিও তেহরানের জন্যই আজও আমি 'হর্মোন' প্রদেশের সৌন্দর্যে বুঁদ হয়ে রই। জেনারেল কাসেম সোলাইমানির বীরত্বগাথাঁ মনে রয়ে যাবে আজীবন। রেডিও তেহরান-এর কারণেই আমিসহ সকল শ্রোতারা ইরানের জন্য একনিষ্ঠ প্রাণ হয়ে ইরান এবং রেডিও তেহরানকে ভালোবেসে যাবো আজীবন। রেডিও তেহরানের অসংখ্য গুণী কুশীলবদের মাঝে 'রংধনু আসরের' কারিগর জনাব আশরাফুর রহমানের আন্তরিকতা, মমতা ও ভালোবাসা আমার মতো শ্রোতা ও শ্রোতা পরিবারকে এক সূতোয় বেধে রেখে ভাতৃত্ববোধ কে আরো প্রগাঢ় করেছে- যা রেডিও তেহরানের মাধ্যমেই সম্ভব হয়েছে। পরিশেষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর মহতী উদ্যোগ ছড়িয়ে যাক সর্ব স্তরের শ্রোতা মহলে এ কামনায় বিদায় নিচ্ছি লেখুনি থেকে।

 

বিনীত,

হারুন অর রশীদ  ('বি' ক্যাটাগরিতে বিজয়ী)

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব

গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী

থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।