শ্রোতাদের মতামত
'শ্রোতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে রেডিও তেহরান'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। বর্তমানে যেসব আন্তর্জাতিক বেতার কেন্দ্র বাংলা ভাষায় এখনো অনুষ্ঠান প্রচার করছে, শ্রোতা সংখ্যার দিক দিয়ে তাদের সেরা রেডিও তেহরান। বিশেষ ভাবে শ্রোতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে রেডিও তেহরান।
প্রতিদিন অনুষ্ঠান শুনতে না পারলেও সপ্তাহ ৪ থেকে ৫ দিন রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় ১৯ই মার্চ ইং, ৫ই চৈত্র বাংলা, তারিখে সবটুকু অবসর সময় কাটিয়েছিলাম রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সাথে।
আশরাফুর রহমানের উপস্থাপনায় শুরুতেই বাংলা অনুবাদসহ কুরআন তিলাওয়াত।
অনুষ্ঠান সূচিতে আর ছিল, বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনু এবং সর্বশেষে কথাবার্তা। প্রত্যেকটি পর্ব চমৎকার ছিল।
বাদশাহ রহমানের উপস্থাপনায় দৃষ্টিপাত পর্বে জানতে পারলাম, রমজানে বাংলাদেশের প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে কটুর নিষেধাজ্ঞা জানিয়েছেন ভুক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি আরো বলেন, বাংলাদেশে পর্যাপ্ত নিত্য প্রয়োজনীয় পণ্য যথেষ্ট পরিমানে মজুত রয়েছে, যদি কোনো অসাধু ব্যবসায়ি পণ্যের মূল্য বৃদ্ধি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গাজী আব্দুর রশীদ ও আকতার জাহানের উপস্থাপনায় রংধনু পর্বটি আমার মন ছুঁয়েছে। এই পর্বে ২১ মার্চ শুরু হতে যাওয়া নওরোজ অনুষ্ঠান সম্পর্কে বেশ তথ্য জানতে পারলাম। এই পর্বে আরো শুনলাম, একটি কবিতা, মোঃ আমির হোসেনের কণ্ঠে বাংলা অনুবাদসহ ফারসী ভাষার গান, গাধা ও ইঁদুরের দুইটি শিক্ষণীয় গল্প। সর্বশেষে একটি দেশের গান। এক কথায় অসাধারণ একটি পর্ব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবাদের বিশেষ টুকরোবর। যেখানে বাংলাদেশের বিশেষ কিছু সংবাদ তুলে ধরা হয়েছে। আমি মুগ্ধ। দারুণ উপস্থাপনা এবং বেশ তথ্য বহুল একটি অনুষ্ঠান। ধন্যবাদ কর্তৃপক্ষে।
শুভেচ্ছান্তে,
মোঃ আজহারুল ইসলাম তামিম
চৌদ্দশত, কিশোরগঞ্জ সদর, ঢাকা, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।