'কুরআন তেলাওয়াতের মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠান শুরু সত্যিই প্রশান্তিকর'
https://parstoday.ir/bn/news/letter-i121852-'কুরআন_তেলাওয়াতের_মাধ্যমে_রেডিও_তেহরানের_অনুষ্ঠান_শুরু_সত্যিই_প্রশান্তিকর'
প্রিয় মহোদয়, ইবাদতের বসন্ত মাহে রমজানের শুভেচ্ছা নিবেন। সুমধুর কুরআন তেলাওয়াতের মাধ্যমে রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানের সূচনা সত্যিই প্রশান্তিকর।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
এপ্রিল ১২, ২০২৩ ১৯:৪১ Asia/Dhaka
  • 'কুরআন তেলাওয়াতের মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠান শুরু সত্যিই প্রশান্তিকর'

প্রিয় মহোদয়, ইবাদতের বসন্ত মাহে রমজানের শুভেচ্ছা নিবেন। সুমধুর কুরআন তেলাওয়াতের মাধ্যমে রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানের সূচনা সত্যিই প্রশান্তিকর।

ইসলাম ধর্মের নানা অজানা বিষয় জানার মোক্ষম মাধ্যম রেডিও তেহরান। 'রমজান খোদা প্রেমের অনন্য উৎসব'-এর মাধ্যমে অনেক ইসলামিক তথ্য জানতে পারছি। যা আমাদের অধিক পূণ্য অর্জনে সহায়ক। 

'দেশের ২ কোটি মানুষ ভুগছে নানা ব্যথায়, ফিজিওথেরাপিস্টের অভাব' বিষয়ক প্রতিবেদনটি প্রকাশের জন্য রেডিও তেহরানের সকল কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 

গত ৯ এপ্রিল রেডিও তেহরানের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও বাংলাদেশের বেতারপ্রেমীদের হৃদপিণ্ডস্থল নরসিংদীতে 'আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী'-এর শুভ সূচনা ঘটে। পর্যায়ক্রমে এ রকম আরো শ্রোতা ক্লাব গড়ে উঠবে বলে বিশ্বাস করি। আইআরআইবি'র মনিটর তথা বাংলাদেশে রেডিও তেহরানের ব্রান্ড এম্বাসেডর শাহাদাত হোসেন স্যার বেতার শ্রোতা বৃদ্ধি এবং বেতারের সোনালী অতীত ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। নতুন শ্রোতাদের সুস্থ বিনোদনমুখী করার প্রচেষ্টা চালাচ্ছেন।

শ্রোতাদের আকর্ষণীয় লেখা ও অনুষ্ঠান সম্পর্কে মতামদের মাধ্যমে রেডিও তেহরানের অনুষ্ঠানের তাৎপর্য অনুধাবন করা যায়। 

আজ এখানেই ইতি টানছি। রেডিও তেহরানের উত্তর উত্তর সফলতা কামনা করছি। ভালো থাকুক রেডিও তেহরান, ভালো থাকুক সকল শ্রোতাবন্ধু। 

 

প্রেরক,

মোঃ রবিউল আউয়াল

সহ-সভাপতি, নরসুন্দা বেতার শ্রোতা পরিবার 

গ্রাম: ধলিয়ারচর, পো: জয়বাংলা বাজার

থানা+ জেলা: কিশোরগঞ্জ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২