'রেডিও তেহরান সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর, ইরানি জাতি সুমহান ঐতিহ্যের পৃষ্ঠপোষক'
https://parstoday.ir/bn/news/letter-i121988-'রেডিও_তেহরান_সত্য_ও_ন্যায়ের_কণ্ঠস্বর_ইরানি_জাতি_সুমহান_ঐতিহ্যের_পৃষ্ঠপোষক'
‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী হয়েছেন ৯ জন। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ লেখাগুলো পার্সটুডেতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হলো ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের শ্রোতা দেবাশীষ গোপের লেখা।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
এপ্রিল ১৫, ২০২৩ ১৯:৫৭ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর, ইরানি জাতি সুমহান ঐতিহ্যের পৃষ্ঠপোষক'

‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী হয়েছেন ৯ জন। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ লেখাগুলো পার্সটুডেতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হলো ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের শ্রোতা দেবাশীষ গোপের লেখা।

সুনির্মল শান্তির বাতায়ন

হে আল্লাহ তুমি মহান

তোমার মহানুভবতায় 

কাটাই চিরকাল অমৃত ধারায়

হেমন্তের পড়ন্ত বেলায় পৌষের কাছাকাছি মিষ্টি রোদে শীতের হাতছানি। নানা রঙে রঙিন বাহারি মরশুমি ফুল মনকে সতেজ পবিত্র রাখার মধ্যে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান পরিবেশন করে চলেছে মানবজাতির আশা আকাঙ্ক্ষা যার প্রতিটি শব্দ এক একটি মেরু বিজয়ের কেতন উড়ানোর মধ্যে প্রতীয়মান। সুদূর পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগরের তীর পর্যন্ত ভেসে আশা রেডিও তেহরানের সুন্দর বর্ণালীচ্ছ্বটা যার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মেশানো সুশৃঙ্খল আলোকবর্তিকা।  

রেডিও তেহরান সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। ইরানি জাতি সুমহান ঐতিহ্যের পৃষ্ঠপোষক। ভালোবাসা ও বিশ্বাসের পরাকাষ্ঠে বিশ্ব মানবতার মূর্ত প্রতীক। রেডিও তেহরান আল্লাহর বাণী শুনিয়ে বেহেশতের পথ সুগম করে। রেডিও তেহরান এক সত্য, সুন্দর, সাহসী মুখ যা যুগে যুগে মানবজাতির পক্ষে কল্যাণকর। মানবজীবনের অন্তর্নিহিত অর্থ যা জীবনের মৌলিকত্বকে বহন  করে  চলে।

রেডিও তেহরান তার উজ্জ্বল সুন্দর  দৃষ্টান্ত। আমাদের চিন্তন্, মননজগতকে  উন্নত করে রেডিও তেহরান। রেডিও তেহরান এসব তার অনুষ্ঠানে সুচারুভাবে তুলে ধরে। আমরা আপ্লুত হই। জ্ঞান লাভ করি। আমাদের মধ্যেকার সকল বাধাবিপত্তি কাটানো আল্লাহর নামে মহান অনুগ্রহ ও পথের একটি সন্ধান  লাভের মাধ্যমে করে থাকি।

এবার আসছি অনুষ্ঠানের কথায়। জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের  অবদান প্রসঙ্গে  বলি ইরান একটা ছোট্ট দেশ। তথাপি এদেশে প্রচুর জ্ঞানী-গুণী ব্যক্তি  জন্মেছেন। তাদের কথা শুনতে ভালো লাগছে। ইরাক-ইরান যুদ্ধের  ইতিহাস এক ঐতিহাসিক দলিল। সুখের নীড় ইসলামী পরিবারের  আলোকে  দাম্পত্যজীবন, পরিবার  সম্বন্ধে  বাস্তব  অভিজ্ঞতা লাভ  ঘটে। দর্পন  ভালো  লাগে। গল্প  ও  প্রবাদের গল্পে  নীতি শিক্ষা  কাজে  লাগে।

স্বাস্থ্যকথা  যে  স্বাস্থ্যই  সম্পদ  সে  সম্বন্ধে  আলোকপাত  করে। কুরআনের  আলো  ধর্মীয় ভাবাবেগে  সুমহান। রঙধনু  ছোটদের  শুধু  নয়  বড়দেরও  প্রিয়। সুন্দর জীবন সত্যিই সুন্দর জীবনের কথা শোনায়। আলাপনে  সাক্ষাৎকার ভালো লাগে। নারী: মানব ফুল ধারাবাহিকটি  সমাজ  ও  নারী  বিষয়ে  চোখে  আঙুল  দিয়ে  দেখিয়ে  দেয়।

রেডিও  তেহরান নিয়ে কিছু স্মৃতি 

ছোট  থেকেই  রেডিওর  প্রতি  আকর্ষণ  ছিল। সেই আকর্ষণেই রেডিও  তেহরানের বাংলা অনুষ্ঠানকে আবিষ্কার। বাবার একটা কাঠের রেডিও  ছিল। তা  ছিল শুধুমাত্র মিডিয়াম ওয়েভের। আমার এক দাদার কাছে  রেডিওতে  আপনাদের  কথা  শুনি। একদিন বাবাকে  শর্টওয়েভ রেডিও  সেট কেনার আবদার করলাম। বাবা কিনেও দিলেন। কদিনে সেন্টার  ধরতে পারলাম। এরপর শুরু হলো শোনা ও যোগাযোগ। একসময়  একদিন  না  শুনে থকতে পারতাম না। কোথাও গেলে সঙ্গে রেডিও সেটটা  নিয়ে  যেতাম। 

পরিশেষে  বলি- জ্ঞান, বুদ্ধি ও চিন্তার উন্মেষ ঘটিয়ে অগণিত শ্রোতার মন  জয় করে রেডিও তেহরান সম্মুখ পানে এগিয়ে যাবে।   

 

ধন্যবাদান্তে

দেবাশীষ  গোপ (বি ক্যাটাগরিতে বিজয়ী)

কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুরম পশ্চিমবঙ্গ, ভারত।    

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫