শ্রোতাদের মতামত
'মনে হচ্ছিল যেন রেডিও তেহরানের স্টুডিওর পাশে বসে অনুষ্ঠান শুনছি'
জনাব, আসসালামু আলাইকুম। ১৫.০৪.২০২৩ তারিখে রেডিও তেহরান বাংলা বিভাগের সান্ধ্য অধিবেশন শুনছিলাম পার্সটুডের ওয়েবসাইট থেকে। একদম স্পষ্ট ও জোরালো শব্দে প্রচারিত অনুষ্ঠান শুনে মনে হচ্ছিল যেন রেডিও তেহরানের স্টুডিওর পাশে বসেই শুনছি। এফএম ব্যান্ডেও এত জোরালো ও এত স্পষ্ট শোনা যায় না।
অধিবেশনের শুরুতে বাংলা অনুবাদসহ কুরআন তেলাওয়াত শোনে মনটা ভরে গেল। তারপর নিরপেক্ষ, টাটকা বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদে ঢাকা ও কোলকাতা থেকে প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট। সেই সাথে সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, কথা-বার্তা ও জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান-এর ২০তম পর্ব শুনলাম।
শর্টওয়েব ১৩৬১০ কিলোহার্টসে পরীক্ষামূলকভাবে অনুষ্ঠান সম্প্রচার মান ভালো ছিল না। সেই সাথে ফেসবুক লাইভ সম্প্রচারও শোনা যায়নি। একমাত্র ভরসা হিসাবে পার্সটুডের ওয়েবসাইট থেকে একদম স্পষ্ট ও জোরালো শব্দে অনুষ্ঠান শোনা। শর্টওয়েব ও ফেসবুক লাইভ-এর মান ভালো করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ রইল।
সর্বোপরি, রেডিও তেহরান বাংলা বিভাগের শর্টওয়েব ও ফেসবুক লাইভ সম্প্রচার মান উন্নয়নের সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ।
শুভেচ্ছান্তে
মো: হোসাইন মুসা
সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী
বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬