'রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান সম্প্রচারে মাইলফলক স্থাপন করেছে'
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান বাংলা বিভাগ ১৯৮২ সালের ১৭ এপ্রিল পথচলা শুরু করে। ঐতিহাসিক দিক থেকে রেডিও তেহরান-এর বাংলা সম্প্রচার ছিল সত্যিই এক গৌরবের ক্ষণ। রেডিও তেহরান (বাংলা) হাঁটি হাঁটি পা পা করে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করেছে।
বেতার অনুষ্ঠান আয়োজনে রেডিও তেহরান আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে বাংলা ভাষায় যে সাবলীল অনুষ্ঠানমালা উপহার দিচ্ছে তা সত্যিই এ বেতার মাধ্যমকে অন্য দিগন্ত উন্মোচন করেছে। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান সম্প্রচারে মাইলফলক স্থাপন করেছে। রেডিও তেহরানের উপস্থাপকদের সঙ্গে শ্রোতাদের রয়েছে আন্তরিকতার সম্পর্ক, যা এ বেতারের একজন শ্রোতা হিসেবে আমাকে খুব মুগ্ধ করেছে।
রেডিও তেহরান বাংলায় ইসলামী অনুষ্ঠানমালা প্রচারেরর দিক থেকে প্রথম স্থানে রয়েছে বলে মনে করি। এত সুন্দর, সাজানো-গোছানো অনুষ্ঠানের বাংলা ওয়েব ভার্সন আর কোনো বেতারের নেই, যেমনটা পার্সটুডে অনলাইনের রয়েছে। অনুষ্ঠান সম্প্রচার এবং খবর পরিবেশনের মধ্য দিয়ে রেডিও তেহরান নিপীড়িত মুসলিম বিশ্বের ঐতিহাসিক বেতার গণমাধ্যম হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছে। রেডিও তেহরানের পথচলা সাফল্যমণ্ডিত হোক- সে প্রত্যাশা করি।
পরিশেষে রেডিও তেহরান কর্তৃপক্ষ, এ বেতারের সকল কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভকামনা। পরম করুনাময় মহান আল্লাহ তা'আলা সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুন।
শুভেচ্ছান্তে
এস. এম. হৃদয় রহমান
(ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী)
ঠিকানা : গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,
ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, দেশ : বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯