শ্রোতাদের মতামত
'এটি সত্যিই ইসলামের একটি বিজয়, ইরানের বিজয়'
প্রিয় মহোদয়। আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে গত ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) যেসব অনুষ্ঠান প্রচারিত হয় সেগুলোর মধে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা অন্যতম। এছাড়াও সাপ্তাহিক আয়োজন রংধনু আসরও প্রচারিত হয়েছে। প্রতিটি অনুষ্ঠান আমাদেরকে মুগ্ধ করেছে, আনন্দ দিয়েছে, শিক্ষা দিয়েছে।
তবে আজ সব ছাপিয়ে আমাদেরকে যে অনুষ্ঠানটি বেশি তাড়িত করছে তা হলো- দৃষ্টিপাত। দৃষ্টিপাতের প্রথমেই আজ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে পবিত্র কুরআন অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কঠোর ও যুক্তিনির্ভর বক্তব্য রাখেন। তাঁর সে বক্তব্য ইসলামি বিশ্বসহ সকল শান্তিকামী মানুষের প্রশংসা কুড়িয়েছে।
বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইরানের প্রেসিডেন্টের বক্তব্য ভাইরাল হয়ে গেছে। মুসলিম বিশ্বের সকল মানুষ ছাড়াও বিশ্বের শান্তিকামী মানুষও তাঁর মতামতের সাথে সহমত পোষণ করছেন। এটি সত্যিই ইসলামের একটি বিজয়, ইরানের বিজয়।
জাতিসংঘের ওয়েবসাইটসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোও ইরানের প্রেসিডেন্টের যুক্তিনির্ভর মতামতকে ইতিবাচকভাবে তুলে ধরতে বাধ্য হয়েছে। ফলে একদিকে পবিত্র কুরআনের প্রতি মানুষের শ্রদ্ধা বেড়েছে, অন্যদিকে অবমাননাকারী রাষ্ট্রগুলো বিব্রত হয়েছে। জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দ এ বিষয়ে এখন যথাযথ পদক্ষেপ নিবেন বলেই আমরা আশা করি।

মজার ব্যাপার হলো, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির বক্তব্য এবং পবিত্র কুরআন হাতে তাঁর ছবি বিশ্বের গণমাধ্যমগুলো প্রকাশ করলেও আমরা এ বিষয়ে প্রথম জানতে পেরেছি রেডিও তেহরানের খবর ও প্রতিবেদন শুনে। তার মানে আমাদের দেশের গণমাধ্যমগুলোও এ খবর এড়িয়ে গিয়েছে। অর্থাৎ রেডিও তেহরান না শুনলে আমরা সারা বিশ্বে তোলপাড় করা এ খবরটি সম্পর্কে জানতেই পারতাম না। আর এ থেকেই আমরা রেডিও তেহরানের অনুষ্ঠান বা খবর শোনা ও ওয়েবসাইট ভিজিট করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পারি।
রেডিও তেহরান ও পার্সটুডে ওয়েবসাইট এভাবেই ইসলামের পক্ষে থাকবে, মজলুমের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, কুরআনের পক্ষে থাকবে, মুসলিম বিশ্বের পক্ষে থাকবে সেটাই আমাদের প্রত্যাশা। যে কথা আর কেউ বলবে না, যে কথা আর কেউ জানাবে না, যে কথা আর কেউ প্রচার করবে না; সে কথা বলবে, জানাবে, প্রচার করবে রেডিও তেহরান।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ– ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।