শ্রোতাদের মতামত
'অমর মনীষী আল ফারাবী নিঃসন্দেহে শ্রোতাদের জন্য অনন্য এক উপহার'
আসসালামু আলাইকুম। প্রীতিমিশ্রিত একরাশ ভালোবাসা আর শরতের শুভ্র কাশফুলের শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন।
দেশ বিদেশের কবি, সাহিত্যিক, গুণীজন, মনীষী, মহামনীষীগণের জীবন সম্পর্কে জানতে আমার বরাবরই ভালো লাগে। শুধু ভালো লাগাই নয়, বরং মনীষীদের জীবনী শুনলে বা পড়লে তা থেকে অনেক অমূল্য রত্ন সঞ্চয় করে নিজের জীবনে প্রতিফলন ঘটানো যায়। সেদিক থেকে আমার প্রিয় বেতারে তথা রেডিও তেহরান বাংলা'য় সংযোজিত ধারাবাহিক অমর মনীষী আল ফারাবী নিঃসন্দেহে শ্রোতাদের জন্য অনন্য এক উপহার।
সুপ্রিয় রেজওয়ান হোসেন ভাই এবং গাজী আব্দুর রশীদ ভাইয়ের সুললিত কণ্ঠে ও সাবলীল উপস্থাপনায় এ ধারাবাহিকটির ৬ষ্ঠ পর্ব শুনলাম ৩০ সেপ্টেম্বর শনিবার। আল ফারাবীর নামটির সাথেও পরিচিত ছিলাম না। অথচ তাঁর কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক ও ইতিবাচক প্রভাব, ইসলামি সভ্যতার বিকাশে ফারাবীর চিন্তাধারা, তার জ্ঞান, প্রজ্ঞা ও দার্শনিক অবস্থানের গুরুত্ব সম্পর্কে অনেক অজানা অমূল্য তথ্য আহরিত হলো। এতে আরও জানা হলো যে, ইবনে সিনা'র মতো একজন বিখ্যাত দার্শনিকেরও প্রেরণার আধার (পাত্র) ছিলেন মনীষী আল ফারাবী। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে ধারাবাহিকভাবে বিশ্বের বাংলাভাষী শ্রোতাদের জন্য মনীষী আল ফারাবীর জীবনী উপহার দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
একটি প্রস্তাব
প্রিয়জনের সীমিত আসরে যদিও একজন বিখ্যাত ব্যক্তির জীবন বিস্তৃতভাবে তুলে ধরা যাবে না। তবুও অনুরোধ জানাচ্ছি, খুব সংক্ষেপে হলেও ইরানের নারী জাগরণের ক্ষণজন্মা কবি পারভীন এ'তেসামীর জন্ম, শৈশব, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সাহিত্য কর্ম সম্পর্কে আলোকপাত করবেন।
আপনারা ভালো ও সুস্থ থাকুন এমন প্রত্যাশা ব্যক্ত করে আপাততঃ রাখছি। শুভ কামনাসহ-
আব্দুল কুদ্দুস মাস্টার
সাধারণ সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ,রংপুর বিভাগীয় শাখা
ও প্রতিষ্ঠাতা সভাপতি, শাপলা শর্টওয়েভ লিসেনার্স ক্লাব
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩