শ্রোতাদের মতামত
'বৃহস্পতিবার রেডিও তেহরানের শ্রোতাদের জন্য অত্যন্ত আনন্দের দিন'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। বৃহস্পতিবার রেডিও তেহরানের শ্রোতাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। যদিও রেডিও তেহরানের শ্রোতারা সারা সপ্তাহ ধরেই রেডিও তেহরানের সাথে থাকেন, অনুষ্ঠান শুনেন; তবু সোমবার ও বৃহস্পতিবার তাদের কাছে আলাদা উত্তেজনা থাকে, আলাদা আবেগ থাকে। কেননা এ দুদিন অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান প্রচার করা হয়। সোমবারে প্রচারিত হয় প্রিয়জন, আর বৃহস্পতিবারে প্রচারিত হয় রংধনু আসর।
তবে ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবারের রংধনু আসর ছিল অনন্যসাধারণ। কেননা ওইদিনের রংধনু আসরটি ছিল মহামানব হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন বা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে। ফলে রংধনু আসরটি হয়ে উঠেছিল স্বরণকালের সেরা অনুষ্ঠান।
যার সৃষ্টি না হলে এ পৃথিবী সৃষ্টি হতো না, যাকে তৈরি না কররে আল্লাহ এ বিশ্বব্রক্ষ্মাণ্ড তৈরি করতেন না, যার আগমণ না ঘটলে পৃথিবীর মানুষ এখনো নির্যাতিত-নিপীড়িত থেকে যেত সেই মহামানব, সেই মহানবী ১২ রবিউল আউয়াল তারিখে পৃথিবীকে আলোকিত করে মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন। মানুষের জন্য, মুসলিমদের জন্য, বিশ্ববাসীর জন্য এ দিনটি তাই অত্যন্ত আনন্দের, অত্যন্ত খুশীর, অত্যন্ত গর্বের, অত্যন্ত গৌরবের, অত্যন্ত ভালোবাসার।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম বিশ্বব্রক্ষ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ঘটনা। তাঁর মত মানুষ আগে কেউ জন্মগ্রহণ করেনি, ভবিষ্যতেও কেউ করবে না। তিনি শুধু মুসলমানদের আদর্শ নন, তিনি পৃথিবীর সকল মানুষের আদর্শ।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর এক গানে মহামানবের জন্ম সম্পর্কে বলেছেন-
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙা-রবি দোলে।
মানুষের কল্যাণে, মানুষের মুক্তির জন্য, মানুষের মঙ্গলের জন্য যিনি নিজের সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন, ইহকাল ও পরকালের মুক্তি নিশ্চিত করেছেন তাঁর জন্মদিনে আমরা বাংলাদেশিসহ বিশ্বের সকল মানুষ আনন্দিত, আহ্লাদিত। আমাদের আজ খুশির দিন, আমাদের আজ সুখের দিন, আমাদের আজ গৌরবের দিন। তাঁর জন্মদিনে রংধনু আসরে বিশেষ একটি নিবন্ধ প্রচার করে রেডিও তেহরান সত্যিই চমৎকার একটি কাজ করেছে। সেজন্য এর পরিকল্পনাকারী আশরাফুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
সবশেষে প্রত্যাশা, আমরা সবাই যেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালিত করতে পারি।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৫