'রেডিও তেহরানে মাধ্যমে আমরা বর্তমান বিশ্বের প্রকৃত অবয়ব আমরা দেখতে পাই'
https://parstoday.ir/bn/news/letter-i129646-'রেডিও_তেহরানে_মাধ্যমে_আমরা_বর্তমান_বিশ্বের_প্রকৃত_অবয়ব_আমরা_দেখতে_পাই'
জনাব, আসসালামু আলাইকুম। শরতের শুভ্র কাশফুলের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের পত্র লিখা। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। গত ২/১০/২৩ তারিখের অনুষ্ঠান শুনলাম অত্যন্ত মনোযোগ সহকারে। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শ্রোতাদের চিঠি পত্রের আসর প্রিয়জন। 
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
অক্টোবর ২০, ২০২৩ ২৩:০৫ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানে মাধ্যমে আমরা বর্তমান বিশ্বের প্রকৃত অবয়ব আমরা দেখতে পাই'

জনাব, আসসালামু আলাইকুম। শরতের শুভ্র কাশফুলের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের পত্র লিখা। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। গত ২/১০/২৩ তারিখের অনুষ্ঠান শুনলাম অত্যন্ত মনোযোগ সহকারে। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শ্রোতাদের চিঠি পত্রের আসর প্রিয়জন। 

এদিন প্রিয়জন অনুষ্ঠানে একে একে যখন শ্রোতা বন্ধুদের চিঠির উত্তর দেওয়া হচ্ছিল তখন আমিও চাতক পাখির ন্যায় চেয়েছিলাম কখন আমার চিঠি আশরাফ ভাই পড়বেন সেই  আশায়। অবশেষে ভাগ্যের শিকে ছিড়ল। অনুষ্ঠানের শেষ চিঠিটা ছিল আমার। আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল আমার হৃদয়। কতটা যে খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারব না। এর জন্য আশরাফুর রহমান ভাইয়ের কাছে চির কৃতজ্ঞ থাকব। 

অনুষ্ঠানের শেষে শিল্প খালিদ হাসানের কণ্ঠে আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত সঙ্গীত "হের আজ আরশে আছেন মোদের নবী কামলিওয়ালা" আমার হৃদয় ছুয়ে গেল। এক কথায় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী।

এর পরদিন ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইমাম জাফর আস সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানের মাঝে মাঝে আমার প্রিয় কবির গান 'ইসলামের ওই সওদা লয়ে এল নবীন সওদাগর', 'তোরা দেখে যা আমিনা মায়ের কোলে' অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। 

এক কথায় বলতে গেলে বলতে হয় রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান সামাজিক আয়নার মতো, যার মাধ্যমে দেখতে পাই ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে রাষ্ট্র তথা বিশ্বের প্রকৃত অবয়ব। আগামী দিনে এর উৎকর্ষতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে আরও শ্রোতানন্দিত হয়ে উঠবে এবং বিশ্ব বেতার জগতে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সক্ষম হবে এই প্রত্যাশায় আজকের মতো ইতি টানলাম। 

 

শুভেচ্ছান্তে, 

নিজামুদ্দিন শেখ 
সভাপতি, ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব 
গ্রাম: নওপাড়া, পোস্ট: নওপাড়া শিমুলিয়া 
থানা: বহরমপুর, জেলা: মুর্শিদাবাদ 
পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২০