নভেম্বর ১২, ২০২৩ ১১:০৩ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের  রংধনু আসর সব বয়সের মানুষের জনপ্রিয় অনুষ্ঠান'

জনাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমার প্রিয় রেডিও তেহরানের সংশ্লিষ্ট সকলকে জানাই শীতের মৌসুমে উষ্ণ শুভেচ্ছা। 

আমার দৈনন্দিন কর্মপরিকল্পনার লিস্টের শীর্ষে থাকা রেডিও তেহরানের আমি একজন নিয়মিত শ্রোতা। এখন রেডিও তেহরানের অনুষ্ঠান আমার রাতের ঘুমপাড়ানি মাসি। যাকে আমি বিশ্বের সব বেতারের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি। 

গত ৯ নভেম্বর রোজ বৃহস্পতিবার রেডিও তেহরান থেকে প্রচারিত রাতের অনুষ্ঠান শুনছিলাম। বিশ্ব সংবাদ, সংবাদ পর্যালোচনা, বাংলাদেশ ও কোলকাতার সংবাদদাতার পাঠানো রিপোর্ট প্রচারিত হবার পর প্রচারিত হলো গাজী আব্দুর রশিদ ও আক্তার জাহান আপার উপস্থাপনায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের জনপ্রিয় অনুষ্ঠান রংধনু আসর।

উক্ত অনুষ্ঠানে শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাইয়ের পরিকল্পনায় কবুতর ও আবু তিমার নামক একটি বক এবং শিয়ালের যে গল্পটি প্রচারিত হয়েছে তা আমাকে এবং আমার বাড়ির ছেলেমেয়েদেরকে অত্যন্ত আনন্দ দিয়েছে। উক্ত গল্পটি শুধু একটি নিছক গল্প ছিল না, গল্পটিতে ছিল শিক্ষণীয় অনেক বিষয। তাই এ গল্পটির জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে আমার সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। 

 

ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান 

সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগ। 

বুড়িরহা,  রংপুর। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ