'জায়নবাদী ইসরাইলের সব পথ বন্ধ হয়ে আসছে'
প্রিয় জনাব/জনাবা, চিঠির শুরুতেই আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা রাখি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। এদিকে আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা তথা রেডিও তেহরান বড় শয়তান ও তার পোষ্যপুত্র যুদ্ধবাজ ইসরাইলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে গোটা বিশ্বের মানুষের সম্মুখে গাজা ভূখণ্ডে দখলদার ইহুদিবাদী ইসরাইলি দানব বাহিনীর বর্বারোচিত ভয়ংকর হামলার চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছে। বিশ্বের এমন কোন দেশ নেই যে, অসহায় নিরীহ ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছেন না! গোটা বিশ্বের মানুষ জায়নবাদী ইসরাইলি আগ্রাসী হামলার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। এতেই প্রমাণিত হয় যে, যুদ্ধবাজ ইসরাইলের দিন ঘনিয়ে এসেছে।
সন্ত্রাসবাদের প্রতি স্পেন সমর্থন দিচ্ছে বলে ইহুদিবাদী ইসরাইল যে অভিযোগ তুলেছে, তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ। যুদ্ধবাজ ইসরাইলের অভিযোগকে তিনি "মিথ্যা ও বাস্তবতা বিবর্জিত" বলে উল্লেখ করেন। তিনি বলেন এই অভিযোগ অগ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধে জবাব দেওয়া হবে।
গত শুক্রবারে গাজা উপত্যকার রাফা ক্রুসিংয়ে স্পেনের প্রধান মন্ত্রী পেদ্রো সানচেজ এবং বেলজিয়ামের প্রধান মন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু যৌথ সংবাদ সম্মেলনে গাজায় হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরাইলকে অভিযুক্ত করেন। নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যার জন্য তারা ইসরাইলের তীব্র নিন্দা করেন। সংবাদ সম্মেলনে স্পেনের প্রধান মন্ত্রী বলেন, গাজায় আধুনিক সময়ে নিকৃষ্টতম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
জায়নবাদী ইসরাইলের অভিযোগকে মিথ্যা ও বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, স্পেন এ মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি হিসেবে কাজ করছেন।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ বলেন, মধ্যপ্রাচ্য সফরের সময় বহু সংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরাইলের দানব বাহিনীর হাতে নির্মমভাবে হত্যা করতে দেখা গেছে। এই হত্যাযজ্ঞ আন্তর্জাতিক মানবাধিকার লংঘন করেছে বলে তিনি জানান।
ফিলিস্তিনি মজলুম জনগণের এক ফোঁটা রক্ত বৃথা যাবে না! প্রতিটি রক্ত ফোঁটার হিসেব দখলদার ইহুদিবাদী ইসরাইলকে দিতে হবে। জায়নবাদী ইসরাইলের পতন হবেই হবে। ফিলিস্তিনি জনগণের পবিত্র রক্ত কখনোই বৃথা হতে পারে না। সত্যের জয় হবেই হবে। সকল শহীদ ফিলিস্তিনি জনগণের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আপনাদেরই সিনিয়র শ্রোতা বন্ধু,
মোখলেছুর রহমান
খাদিমপুর বাজার, জেলা: কুষ্টিয়া, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬