'বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কেলেংকারী নিয়ে ড. মিজানের আলোচনা ছিল যৌক্তিক ও স্পষ্ট'
(last modified Wed, 10 Jan 2024 12:31:11 GMT )
জানুয়ারি ১০, ২০২৪ ১৮:৩১ Asia/Dhaka
  •  'বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কেলেংকারী নিয়ে ড. মিজানের আলোচনা ছিল যৌক্তিক ও স্পষ্ট'

জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২৯ ডিসেম্বর, শুক্রবার প্রচারিত অনুষ্ঠানগুলো হলো বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, সুন্দর জীবন, কথাবার্তা ও আলাপন। এসব অনুষ্ঠানের মধ্যে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন আমাদের খুব ভালো লেগেছে।

ওইদিন আলাপন অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গাজী আবদুর রশীদ। আর এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর স্টাডিজের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। ড. মিজান বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কেলেঙ্কারি নিয়ে আলোচনা করেন। তাঁর আলোচনা ছিল যৌক্তিক ও স্পষ্ট।

অনুষ্ঠান থেকে আমরা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের দুর্বলতাগুলো এবং তার কারণ সম্পর্কে জানতে পারলাম। ড. মিজান মনে করেন যে, বাংলাদেশের ব্যাংক কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেসব তথ্য দিয়েছে তা সঠিক। তারা কখনো ভুল তথ্য দিতে পারে না। ঋণ নিয়ে যেসব তথ্য দিয়েছে তা আমাদেরকে ভাবিয়ে তুলে। কেন্দ্রীয় ব্যাংক যথাযথ ভূমিকা রাখতে পারে নেই বলে এসব ঘটেছে। মূলতঃ কেন্দ্রীয় ব্যাংক অনেকটা দলীয় প্রতিষ্ঠানের মত কাজ করছে।  

আলাপন থেকে আমরা আরো জানতে পারি যে, কেন্দ্রীয় ব্যাংক কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারে নির্মোহ থাকতে পারছে না। তারা প্রভাবশালীদের অন্যায়ভাবে সমর্থন দিচ্ছে, তাদের অন্যায় কাজের সহযোগী হচ্ছে। বাংলাদেশে অনেক ব্যাংক রাজনৈতিক কারণে প্রতিষ্ঠা করা হয়েছে। এসব ব্যাংক নিজেরা চলতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণেই এমনটি ঘটছে।

ড. মিজান সম্প্রতি প্রকাশিত তাঁর একটি আর্টিকেলে ব্যাংকিং খাতে দুরবস্থার জন্য দুটি কারণের কথা বলেছেন। তাঁর মতে, দুটি কারণ হলো সুশাসনের অভাব ও রাজনৈতিক সংকট। রাজনৈতিক সংকট থাকায় এবং সুশাসনের অভাব থাকায় দেশে কোন বিষয়ে আইনের সঠিক প্রয়োগ হয় না। ফলে ব্যাংকগুলোর উপর জনগণ আস্থা হারাচ্ছে।

একজন মন্ত্রীর বিদেশে প্রায় দুই হাজার কোটি টাকা থাকা প্রসঙ্গে তিনি বলেন, টিআইবি যে তথ্য দিয়েছে তা সঠিক ও নির্ভুল। এ তথ্য সরকারের উপকারে আসবে যদি তারা এটিকে কাজে লাগাতে চায়। আর যদি এড়িয়ে যায় তাহলে দেশের ক্ষতি হবে। কানাডা, মালয়েশিয়া প্রভৃতি দেশে টাকা পাচার হচ্ছে। কিন্তু বাস্তবে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।

আলাপনে অধ্যাপক ড. মিজানুর রহমানের বিশ্লেষণ আমাদের খুব ভালো লেগেছে। চমৎকার তথ্যবহুল অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।

 

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ।

ছায়াপ্রস্থ, ২০৬/১ খড়ম পট্টি

কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ