শ্রোতাদের মতামত
'মিডিয়ার জগতে রেডিও তেহরানের ভূমিকা অনস্বীকার্য'
মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি রেডিও তেহরানের পুরোনো শ্রোতা। ব্যস্ততার কারণে খুব একটা সময় পাই না অনুষ্ঠানের মতামত, ফিডব্যাক দিতে। তবে সময় পেলেই রেডিও তেহরানের অনুষ্ঠান শুনি।
রাজনীতি, বাণিজ্য, খেলাধুলা, জাতীয়-আন্তর্জাতিক নিউজ, বিশ্লেষণমূলক সংবাদসহ যাবতীয় খবর শুনতে পাই রেডিও তেহরান থেকে।
বর্তমান বিশ্বে প্রচার ও মিডিয়ার জগতে রেডিও তেহরানের ভূমিকা অনস্বীকার্য। ইহুদি-খ্রিস্টানরা ইসলামকে বিশ্বের নিকট ভুলভাবে উপস্থাপন করছে এবং ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। তারা বিরতিহীনভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে মগজ ধোলাই করে ইসলামকে বিশ্ববাসীর নিকট ভুলভাবে উপস্থাপন করতে উঠেপড়ে লেগেছে। এ থেকে পরিত্রাণ পেতে ইরানি গণমাধ্যম রেডিও তেহরান বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করছে।
ইরানের ইসলামি বিপ্লবের নেতার হযরত ইমাম খোামেনী (রহ) ছিলেন বিশ্বের রোলমডেল। তিনি সকল অন্যায়, অবিচার, জুলুম-নির্যাতন থেকে মানুষকে মুক্তির দিশা দিয়ে গেছেন।
রেডিও তেহরানের চক্ষুষ্মান কর্মকর্তাদ্বয়ের ইসলামের সৌন্দর্য ও কল্যাণকামিতা বিশ্ববাসীর নিকট প্রচার ও মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে হবে। পরিশেষে 'আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল নিপাত যাক' এ শ্লোগান দিয়ে শেষ করছি।
ডাঃ এস এম এ হান্নান
ডাকঘর: হরিপুর, উপজেলা: চাটমোহর
জেলা: পাবনা, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।