'রেডিও তেহরান ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও দৈনন্দিন জীবনের পথ প্রদর্শক'
(last modified Sat, 18 May 2024 10:52:01 GMT )
মে ১৮, ২০২৪ ১৬:৫২ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও দৈনন্দিন জীবনের পথ প্রদর্শক'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও দৈনন্দিন জীবনের পথ প্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেতারে উপস্থাপিত গল্প, কাহিনী ও সমসাময়িক বিষয়াদির মনোযোগ আকর্ষণীয় আলোচনা দরদি কণ্ঠ ও ভাষায় সকলকে আকৃষ্ট করছে।

বর্তমানে রেডিও তেহরান বাংলা লাইভ অনুষ্ঠান স্পষ্ট ও জোরালো এবং যেকোন সময় শোনার বাড়তি সুবিধা উপকারে আসছে। তাছাড়া শ্রোতাদের সাথে সম্প্রতি ও মৈত্রীর বন্ধন সুদৃঢ় করতে রেডিও তেহরান কর্তৃপক্ষসহ সকল কলাকুশলীর আন্তরিকতা নিঃসন্দেহে প্রশংসিত।

ইহকাল ও পরকাল জীবন দর্শনের রেডিও তেহরান আমাদের মাঝে পরবর্তী দিনগুলোতেও চলমান থাকবে- এটাই কামনা।

 

শুভেচ্ছান্তে,                                   

মহাঃ ইসমাইল হোসেন

সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক         

রাজশাহী শিক্ষা বোর্ড, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

ট্যাগ