'রেডিও তেহরান আমার জীবনের একটি অংশ'
(last modified Wed, 02 Sep 2020 09:58:00 GMT )
সেপ্টেম্বর ০২, ২০২০ ১৫:৫৮ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান আমার জীবনের একটি অংশ'

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা ভালো আছেন। আমিও ভালো। পর সংবাদ, আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের শ্রোতা। রেডিও তেহরান একটি ইসলামী প্রচার মাধ্যম। এই বেতারকে নিয়ে আমি খুব গর্ববোধ করি। শুধু তাই নয়, আমি সৌভাগ্যবান এই বেতারের ভক্ত শ্রোতা হিসেবে।

আপনাদের প্রতিটি অনুষ্ঠান ভালো লাগার মতো। বিশ্বসেরা ও তথ্যবহুল সংবাদ পরিবেশনা আমাকে মুগ্ধ করে। এছাড়াও শ্রোতা নন্দিত 'প্রিয়জন' অনুষ্ঠান উপভোগ করার মতো অনুষ্ঠান। সাক্ষাৎকার অনুষ্ঠানও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। যা হোক, রেডিও তেহরান আমার জীবনের একটি অংশ।

বস্তুনিষ্ঠতা, সততা, সাহসিকতা, নিষ্ঠা এবং অনুষ্ঠান প্রচারের নৈপুণ্যতা রেডিও তেহরানকে বিশ্ব দরবারে এক নম্বর ও একমাত্র ইসলামী প্রচার সংস্থা হিসেবে পরিচিতি লাভ করিয়েছে। রেডিও তেহরান ইসলামবিরোধী শক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টিকে থাক। আর এগিয়ে যাক লক্ষপানে এই প্রত্যাশা অনুক্ষণ।

এম, এম, গোলাম সারোয়ার

সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব।

গ্রাম:- জগন্নাথদী,পোষ্ট:- ব্যাসদী-৭৮৫০,

থানা:- মধুখালী, জেলা:- ফরিদপুর, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ