যশোরে রেডিও তেহরান শোনার জন্য বিশেষ আয়োজন
https://parstoday.ir/bn/news/letter-i82753-যশোরে_রেডিও_তেহরান_শোনার_জন্য_বিশেষ_আয়োজন
বাংলাদেশের যশোর জেলার একটি ঐতিহ্যবাহী পাঠাগারে বসে আইআরআইবি বাংলা রেডিওর অনুষ্ঠান শুনছেন পাঠাগারের সদস্যরা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২০ ২০:০৭ Asia/Dhaka

বাংলাদেশের যশোর জেলার একটি ঐতিহ্যবাহী পাঠাগারে বসে আইআরআইবি বাংলা রেডিওর অনুষ্ঠান শুনছেন পাঠাগারের সদস্যরা।

তারা শোনেন চিঠিপত্রের আসর প্রিয়জন। অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন ওই পাঠাগারের কর্মকর্তা মো: ওবায়েদ হুসাইন আল-সামি। ওই পাঠাগারের সদস্যরা রেডিও সাউন্ড বক্সের সাহায্যে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনে থাকেন। পাঠাগারটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।