রেডিও তেহরান: জীবনকে বদলে দেয়
https://parstoday.ir/bn/news/letter-i85033
আসসালামু আলাইকুম, প্রীতিময় শুভেচ্ছা নেবেন। আশা করি কুশলেই আছেন এবং কামনাও তাই। পর আলাপন: রেডিও তেহরানের একজন একনিষ্ঠ শ্রোতা হিসেবে রেডিও তেহরানের সাথেই আছি সবসময়।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
ডিসেম্বর ০১, ২০২০ ২০:২২ Asia/Dhaka
  • রেডিও তেহরান: জীবনকে বদলে দেয়

আসসালামু আলাইকুম, প্রীতিময় শুভেচ্ছা নেবেন। আশা করি কুশলেই আছেন এবং কামনাও তাই। পর আলাপন: রেডিও তেহরানের একজন একনিষ্ঠ শ্রোতা হিসেবে রেডিও তেহরানের সাথেই আছি সবসময়।

প্রবাস জীবনে সময় ও সুযোগ সীমিত, সীমাবদ্ধতা অসীম তাই নিয়মিত মেইল করা হয় না। তবে নিয়মিতই ওয়েবসাইট ভিজিট করে জেনে নিচ্ছি প্রতিদিনকার আয়োজন ও সংবাদ।

প্রতিদিন ওয়েবসাইট ভিজিট করা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। কোন কারণে বা ব্যস্ততার  কারণে ভিজিট না করলে মনে হয় আমার জীবন থেকে মূল্যবান কী যেন হারিয়ে গেছে। তখন নিজেকে শূন্য শূন্য মনে হয়।

রেডিও তেহরানকে মন থেকে কখনো হারাতে চাই না এবং হারাতে পারবও না। কারণ এই বেতারের অনুষ্ঠান শোনা ও লিখা আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।

রেডিও তেহরানের বাংলা আয়োজনে কী নেই? জীবনকে বদলে দেওয়ার জন্য এবং ইসলামের রঙে রাঙানোর জন্য রেডিও তেহরান আমাদের পথপ্রদর্শক।

ইসলামেও যে সুষ্ঠু ও সুন্দর বিনোদন আছে রেডিও তেহরান তার জ্বলন্ত প্রমাণ। বর্তমান প্রজন্মকে অশ্লীল ও অসুস্থ বিনোদনকে থেকে সুস্থ ধারার ইসলামী বিনোদন পেতে হলে আমাদের প্রজন্মকে অবশ্যই রেডিও তেহরানের সংস্পর্শে আসতে হবে।

গত- ১৯/১১/২০২০ তারিখে প্রচারিত রংধনু আসরের ছোট ছোট ৫টি গল্প আকারে আমাদের দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ বিষয়কে সুন্দরভাবে তোলে আনা হয়েছে যা ছিল খুবই শিক্ষনীয় ও আমাদের জন্য খুবই উপকারী।আমি মনে করি রংধনু শুধু ছোটদের অনুষ্ঠানই নয়, এতে আমরা বড়রাও অনেক উপদেশ পেতে পারি যা জীবন চলার পথ হতে পারে পরিমার্জিত মসৃণ ও ইসলামী আদর্শিক।

পরিশেষে রেডিও তেহরানের বাংলা পরিবার ও সকল শ্রোতা বন্ধুদের অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।

 

শাহজালাল হাজারী

কুয়েত সিটি। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।