আনন্দ, শিক্ষা আর সওয়াব- সবমিলে রেডিও তেহরান
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আজ (২৫/১১/২০২০, বুধবার) রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হয়েছে সেগুলো হল -বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্যকথা, কথাবার্তা ও কুরআনের আলো।
প্রতি বুধবারের মত আজও সওয়াবের অনুষ্ঠান কুরআনের আলো আমাদের খুব ভালো লেগেছে। কথাবার্তার পর প্রচারিত হয় এ অনুষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আশরাফুর রহমান ও নাসির মাহমুদ। তাঁদের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি খুবই হৃদয়গ্রাহী হয়েছে। আজ এতে সুরা আশ্-শুরার ১৯ থেকে ২৩ নম্বর পর্যন্ত আয়াতের তেলওয়াত ও তরজমা প্রচার করা হয়।
প্রথমেই সুরা আশ-শুরার ১৯ ও ২০ নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা ও ব্যাখ্যা প্রচারিত হয়। উক্ত আয়াতগুলোতে বলা হয় যে, আল্লাহর বিধান হচ্ছে, যে কেউ পার্থিব জীবনে ভালো কাজ করবে সে আখিরাতে সুন্দর জীবনযাপন করবে। এছাড়া একদল লোক পার্থিব জীবনের জন্য ফসল চাষ করে, অন্য দল আখিরাতের জন্য ফসল চাষ করে। এই চাষের বীজ একেক রকম। কোন কোন বীজ তিতা আর কোনটি সুমিষ্ট।
অতঃপর ২১ ও ২২ নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা ও বিশ্লেষণ করা হয়।এসব আয়াতের মূল কথা হচ্ছে, আইন ও বিধিবিধান দিতে পারেন শুধু তিনি যিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে চলার পথ বেছে নেয়ার স্বাধীনতা দেন। কেউ পার্থিব জগৎ বেছে নেন, কেউ নেন পারলৌকিক জগৎ।
সবশেষে কুরআনের আলো অনুষ্ঠানে সুরা আশ-শুরার ২৩ নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা ও ব্যাখ্যা করা হয়। এ আয়াতের সারকথা হল, এটা হল তা যার সুসংবাদ তিনি দেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। মুমিন ব্যক্তিরা পার্থিব জীবনে যদি কিছু কষ্ট ভোগ করেন তার বিনিময়ে আল্লাহ তাদের পারলৌকিক জীবনে শান্তি/বেহেশতের সুসংবাদ দেন। ঈমানদার ব্যক্তিদের নেক কাজ করতে হবে। আল্লাহ তাদের গুণাহ মাফ করে দিবেন। আল্লাহ তার বন্ধু রাসুলের প্রতি ও আহলে বাইয়াতের সদস্যদের প্রতি ভালোবাসা চান।
পবিত্র কুরআনের সুন্দর তেলাওয়াত, বিশুদ্ধ তরজমা এবং সরল বিশ্লেষণ আমাদের মুগ্ধ করেছে। এমন শিক্ষণীয় ও উপকারী একটি অনুষ্ঠানের জন্য এর পরিকল্পনাকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ
কিশোরগঞ্জ বাংলাদেশ।