যে কারণে রেডিও তেহরান আমার নিত্যদিনের সঙ্গী
https://parstoday.ir/bn/news/letter-i85177
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। একরাশ প্রীতি ও শুভেচ্ছা রইল। রেডিও তেহরানের একনিষ্ঠ শ্রোতা হিসেবে নিয়মিত রিসিপশন রিপোর্টসহ মেইলে মতামত জানিয়ে থাকি। প্রতিটি মেইলের জবাবও পেয়ে থাকি চিঠিপত্রের উত্তরের আসর 'প্রিয়জনে'।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২০ ০৮:৫৮ Asia/Dhaka
  • যে কারণে রেডিও তেহরান আমার নিত্যদিনের সঙ্গী

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। একরাশ প্রীতি ও শুভেচ্ছা রইল। রেডিও তেহরানের একনিষ্ঠ শ্রোতা হিসেবে নিয়মিত রিসিপশন রিপোর্টসহ মেইলে মতামত জানিয়ে থাকি। প্রতিটি মেইলের জবাবও পেয়ে থাকি চিঠিপত্রের উত্তরের আসর 'প্রিয়জনে'।

ব্যাপক শ্রোতাপ্রিয় ও শ্রোতানন্দিত অনুষ্ঠান প্রিয়জনে যখন গুণী উপস্থাপক- উপস্থাপিকাদের মধুর কণ্ঠের সাবলীল উপস্থাপনায় নিজের পাঠানো চিঠির জবাব পাই- তখন কী যে এক অজানা ভালোলাগায় মন প্রশান্তিতে তৃপ্ত হয়, তা বলে বোঝানো যাবে না।

রেডিও তেহরান শুনলে মনের যত একগুঁয়েমি, ক্লিষ্টতা ও অবসাদ নিমিষেই দুর হয়ে যায়। সুস্থ, সুন্দর ও বিশুদ্ধ আবহে মন হয়ে যায় সজীব ও তরতাজা।

রেডিও তেহরানের খবর ব্যাপক প্রশংসনীয় ও শ্রোতাপ্রিয়। তাছাড়া ইরানকে জানার লোভনীয় সুযোগ তো রয়েছেই 'ইরান ভ্রমণ' নামক অনুষ্ঠান শ্রবণের মাধ্যমে। চিন্তা ও চেতনাকে সুস্থ ধারায় শাণিত করতে রেডিও তেহরান তাই তো আমার নিত্য দিনের সঙ্গী।

তাছাড়া, ওয়েব সাইটে শ্রোতাদের মতামতকে গুরুত্বের সাথে প্রকাশ করা, মাসিক কুইজ ও শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করা, শর্টওয়েভ, ওয়েবসাইট, ফেসবুক লাইভ ও অ্যাপ থেকে সরাসরি অনুষ্ঠান শোনার ব্যবস্থা একমাত্র ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রেডিও তেহরানই করে আসছে। রেডিও তেহরানের এমন উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা।

 

ধন্যবাদান্তে,

হারুন অর রশীদ 

সভাপতি , জাগো রেডিও লিসেনার্স ক্লাব। 

গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী 

থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর -২০১০।

 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।