'রেডিও তেহরান থেকে এমন কিছু জেনেছি যা অন্য বেতার থেকে পাওয়া যায় না'
(last modified Sat, 12 Dec 2020 02:44:27 GMT )
ডিসেম্বর ১২, ২০২০ ০৮:৪৪ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান থেকে এমন কিছু জেনেছি যা অন্য বেতার থেকে পাওয়া যায় না'

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহ তায়ালার রহমতে সবাই কুশলেই আছেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বিভাগের আমি নিয়মিত।

দেখতে দেখতে ২০২০ সাল শেষের দিকে ২০২১ আগত। তাই রেডিও তেহরানের সকল সহকর্মী, কলাকুশলীদের ২০২১ সালের আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রাখছি। ২০২১ সাল সকলের জন্য সুখ শান্তি বয়ে নিয়ে আসুক, কামনা তাই। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান দীর্ঘজীবী হোক। 

আমি রেডিও তেহরানের ৯০ দশকের শ্রোতা। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জেনেছি। যা অন্য বেতার দেয় না। বিশ্বসংবাদ শুনে এক নজরে গোটা বিশ্বকে জানা যায়। নির্ভুল সঠিক সংবাদ রেডিও তেহরান থেকে পাই। 

ইসলামের মূল ভিত পবিত্র কুরআন। পবিত্র কুরআন শরীফ পাঠ দিয়ে শুরু ও শেষ, মাঝে মাঝে প্রতিবেদনসহ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে সাজানো মনমাতানো অনুষ্ঠান। ঢাকা কলকাতা থেকে সংবাদদাতার রিপোর্ট সত্যিই ত্র্র প্রসংশনীয়। 

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান গণমাধ্যম ছাড়াও অনলাইনে প্রচার করে থাকে, এটা আমাদের  বাড়তি পাওনা। প্রতি মাসে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচনসহ অনলাইন কুইজ প্রতিযোগিতায় এক অভিনব ব্যাপার। সেই জন্য দিন দিন শ্রোতা সংখ্যা বাড়ছে।

আমি সহ আমার পরিবারের সবাই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। গত নভেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। তার জন্য আপনাদের সকলের প্রতি অফুরন্ত ভালো বাসা রইল। জানি না পুরস্কার কিভাবে পাব। এবং কি পুরস্কার? 

সবশেষে আপনাদের সকলের প্রতি অফুরন্ত ভালোবাসাসহ সালাম জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। 

 

এস এম জাকির হোসেন

প্রেসিডেন্ট, ভি আর এল ক্লাব

নওপাড়া শিমুলিয়া, থানা: বহরমপুর

জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বাংলা, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ