বিশ্ব বেতার দিবসে রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন
https://parstoday.ir/bn/news/letter-i87312-বিশ্ব_বেতার_দিবসে_রেডিও_তেহরান_সম্পর্কে_মূল্যায়ন
আসসালামু আলাইকুম। আজ বিশ্ব বেতার দিবস। এই দিনটি উদযাপনের মাধ্যমে রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকৌশল ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অফুরন্ত ভালোবাসা। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১৬:০৪ Asia/Dhaka
  • বিশ্ব বেতার দিবসে রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন

আসসালামু আলাইকুম। আজ বিশ্ব বেতার দিবস। এই দিনটি উদযাপনের মাধ্যমে রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকৌশল ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অফুরন্ত ভালোবাসা। 

বর্তমানে ইন্টারনেটে যুগেও রেডিও'র গুরুত্ব কমেনি। তার জলন্ত উদাহরণ শ্রোতারাই। 

রেডিও হচ্ছে দুর্দিনের কাণ্ডারি। প্রাকৃতিক দুর্যোগ, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার খবর আগে রেডিওতেই মানুষ পেয়ে থাকে। রেডিও হচ্ছে নিত্য দিনের সঙ্গী। 

বহিঃবিশ্বে অনেক রেডিও স্টেশন আছে। কিন্তু রেডিও তেহরান আমার কাছে সব থেকে প্রিয়। 

অনেকগুলো বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো বেতারের নেই। ইসলামী আদর্শকে জাগিয়ে তুলতে রেডিও তেহরানের অনুষ্ঠান আমাদেরকে সচেতন করিয়ে দেয়। এশিয়া মহাদেশসহ গোটা বিশ্বের ঘটনাকে তুলে ধরতে রেডিও তেহরান চুলচেরা বিশ্লেষণ করে থাকে। সঠিক সংবাদ শুনতে হলে রেডিও তেহরানকে সঙ্গী করে রাখতে হবে। 

নতুন আঙ্গিকে সাজানো অনুষ্ঠান শুনতে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে হবে। এই অঙ্গীকার করে শেষ করছি। 

সবশেষে আপনাদের সকলের প্রতি অফুরন্ত ভালোবাসাসহ সালাম জানিয়ে শেষ করছি। 

এস এম জাকির হোসেন 

সভাপতি, ভি আর এল ক্লাব 

নওপাড়া শিমুলীয়া, থানা: বহরমপুর, জেলা: মুর্শিদাবাদ

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।