রেডিও তেহরানের ওয়েবসাইট ‘পার্সটুডে’ এখন ফিলিস্তিনময়
(last modified Fri, 28 May 2021 06:46:35 GMT )
মে ২৮, ২০২১ ১২:৪৬ Asia/Dhaka
  • রেডিও তেহরানের ওয়েবসাইট ‘পার্সটুডে’ এখন ফিলিস্তিনময়

বর্তমান সময়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হলো ‘ফিলিস্তিন-ইসরাইল’ ইস্যু। বরাবরের মতো এবারও রেডিও তেহরান এ বিষয়ে বেশ গুরুত্ব সহকারে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুড ডটকম এখন ফিলিস্তিনময়।

বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম পশ্চিমা সমর্থিত গণমাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে বিধায় অনেক সময় পাঠকদের কাছে সঠিক সংবাদ পৌঁছায় না। এক্ষেত্রে রেডিও তেহরান কার্যকর ভূমিকা রেখে চলছে। ফেসবুকে নিয়মিত লাইভ খবর আপলোড করার পাশাপাশি পার্সটুডে ওয়েবসাইটেও নিয়মিত বিভিন্ন সংবাদ, ছবি, ভিডিও, বিশ্লেষণ ও সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে। এতে করে,  শ্রোতা বা পাঠক তার সুবিধামতো সময়ে প্রয়োজনীয় সংবাদটি শুনতে পাচ্ছে বা সংগ্রহ করতে পারছে।

ইসরাইল-ফিলিস্তিনের সংঘাতের রেস কাটতে না কাটতেই বাংলাদেশের পাসপোর্ট থেকে কিছু শব্দ তুলে দেয়া নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। পূর্বের ‘This passport is valid for all countries of the world except Israel’ এর ‘except Israel’ তুলে নেয়া হয়েছে যা বাংলাদেশের জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।

রেডিও তেহরান এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের  সাবেক অধ্যাপক ড. আকমল হোসেনের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করে যা ছিল দারুণ তথ্যবহুল। ড. আকমল হোসেন বাংলাদেশের পাসপোর্ট থেকে "একসেপ্ট ইসরাইল" শব্দটি বাদ দেওয়ার জন্য অন্য দেশের প্রভাব থাকতে পারে বলে মন্তব্য করেন। আর সেই দেশ যে সৌদি আরব হতে পারে সে বিষয়ে ইঙ্গিত প্রদান করেন। মূলত সৌদি আরবের মার্কিন তোষণ নীতি ও ইসরাইল প্রীতি তার সন্দেহকে যুক্তিযুক্ত করে তোলে। এ ছাড়াও মিশর, তুরস্ক,  জর্ডান, সুদান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরায়েলের সম্পর্কের কথাও উল্লেখ করেন। সৌদি আরব সরাসরি ইসরাইল ইস্যুতে কিছু না বললেও তারা যে ফিলিস্তিনের পাশে নেই তা প্রমাণিত।

গত ২৫শে মে বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল এ. কে এম শহীদুল হক দৈনিক সমকাল পত্রিকায় একটি নিবন্ধ লিখেন। সেখানে তিনি ফিলিস্তিন সংকটের জন্য আরবদের অনৈক্য ও অদূরদর্শীতাকে দায়ী করেন। তিনি আরও বলেন, ‘একমাত্র ইরানই পারে ইসরাইলকে মোকাবেলা করতে’।

সম্প্রতি হামাসও তাদের বিজয়ের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছে। আমরাও ইরানকে ধন্যবাদ জানাচ্ছি মজলুম জাতি ফিলিস্তিনিদের ন্যায় সংগ্রামে পাশে থাকার জন্য।  

 

রুশিয়া জামান রত্না

গ্রাম: গোলড়া, পোস্ট: কৈট্টা

উপজেলা: সাটুরিয়া, জেলা: মানিকগঞ্জ, বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

 

ট্যাগ