এপ্রিল ২৩, ২০২৩ ১৯:০৮ Asia/Dhaka
  • মোহাম্মাদ নাসির আল আতিফি
    মোহাম্মাদ নাসির আল আতিফি

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ নাসির আল আতিফি বলেছেন, ইয়েমেন সর্বাত্মক শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে প্রথম দফা আলোচনা সফল হয়েছে এবং খুব শিগগিরই দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে।

ইয়েমেনি মন্ত্রী আরও বলেন, ইতিবাচক পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তবে এটা তখনি টেকসই হবে যখন সৌদি নেতৃত্বাধীন জোটের নেতারা তাদের প্রতিশ্রুতির বিষয়ে আন্তরিক থাকবেন।

তিনি বলেন, আমরা শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক। তবে আমরা আমাদের বন্দুক, কামান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছি এবং প্রয়োজনে তা ব্যবহার করা হবে।

নাসির আল আতিফি হুঁশিয়ারি দিয়ে বলেন, সবারই জেনে রাখা উচিৎ ভবিষ্যতে আবারও লড়াই হলে তা ইয়েমেনের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকবে না। নিশ্চিতভাবে আগ্রাসীদের ভূখণ্ডের গভীরে আঘাত হানব আমরা।

২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে আগ্রাসন শুরু হয়। এই আগ্রাসনে হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন । এছাড়া, লাখো মানুষ শরণার্থীতে পরিণত হয়েছেন।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ