ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১৬:৪১ Asia/Dhaka
  • মার্কিন হামলার লক্ষ্য ছিল দায়েশকে পুনরুজ্জীবিত করা: সিরিয়া

সিরিয়া ও ইরাকের কয়েকটি অঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দামেশক। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে: তাদের সেনাবাহিনী আইএসআইএস-এর বিরুদ্ধে যেসব এলাকায় লড়া্ করছে মার্কিন সেনারা সেইসব এলাকাতেই হামলা চালিয়েছে। এ থেকে স্পষ্ট হয়ে যায় মার্কিন হামলার লক্ষ্য হলো আইএসআইএসকে পুনরুজ্জীবিত করা।

এদিকে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে: আজ সকালে ইরাক এবং সিরিয়ায় প্রতিরোধ বাহিনীর অবস্থানে হামলা চালানো হয়েছে। জর্দান এবং সিরিয় সীমান্তে টাওয়ার-২২ ঘাঁটিতে হামলার ঘটনায় ৩ মার্কিন সেনা নিহতের প্রত্রিক্রিয়ায় ওই হামলা চালানো হয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা সিরিয়ার পূর্বাঞ্চলীয় সেইসব এলাকাতেই হামলা চালিয়েছে যেসব এলাকায় সিরিয়ার আরব সেনারা দায়েশের অবশিষ্ট সেনাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই ঘটনা থেকে যে বাস্তবতাটি ফুটে ওঠে তা হলো আমেরিকা সন্ত্রাসীদের সঙ্গে জোটবদ্ধ এবং এক সূত্রে গাঁথা। ইরাক এবং সিরিয়ায় দায়েশকে উজ্জীবিত করতে তারা আবারও ওই নোংরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে: মার্কিন দখলদার বাহিনীর আজ সকালের হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনী এবং তাদের মিত্রদের দুর্বল করার চেষ্টা ছাড়া অন্য কোনো কারণ নেই।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে: সিরিয়ার মাটিতে মার্কিন দখলদারিত্ব কোনোভাবেই অব্যাহত রাখা যাবে না। সিরিয়ার সেনা ও সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ চালিয়ে যাবে। সিরিয়ার ভূখণ্ডের প্রতি ইঞ্চি মাটি সন্ত্রাসবাদ মুক্ত না হওয়া পর্যন্ত ওই অভিযান চলবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে।

সিরিয়ায় মার্কিন হামলায় ১০ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। অপরদিকে ইরাকে হাশদ-আশ-শাবির অবস্থানে মার্কিন হামলায় ৩ জন শহীদ এবং ১১ জন আহত হয়েছে বলে আল-জাজিরা খবর দিয়েছে।

ইরাকের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মার্কিন ড্রোন হামলার সত্যতা স্বীকার করেছে। ইয়াহিয়া রাসুল জানিয়েছেন: ওই হামলা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। একইসঙ্গে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাগদাদ সরকারের চেষ্টাকে দুর্বল করার দুরভিসন্ধি বলে মন্তব্য করেন সশস্ত্র বাহিনীর ওই মুখপাত্র।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ