এপ্রিল ১৮, ২০২৪ ১০:৪৯ Asia/Dhaka
  • ইরানের হামলা ইসরাইলের ‘হিট অ্যান্ড রান’ যুগের অবসান ঘটিয়েছে

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, দামেস্কে ইরানি কনসুলেটে গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের জন্য ইরান যে সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে ইসরাইলের অপরাধ করে বিনা জবাবে পার পাওয়ার যুগের অবসান হয়েছে। 

গতকাল (বুধবার) এক বিবৃতিতে হামাস একথা বলেছে। এতে বলা হয়, "ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া নিশ্চিত করেছে যে, দখলদার ইসরাইল জবাবদিহিতা বা শাস্তি ছাড়াই তার ইচ্ছামতো কাজ করার সময় শেষ হয়েছে। এর পাশাপাশি অপরাধযজ্ঞ চালানোর জন্য ইসরাইলি বর্বর সেনাদের মধ্যে যে বাজি ধরার প্রবণতা ছিল তাও বন্ধ হবে।”

হামাস বলেছে, “ইসলামী প্রজাতন্ত্র যা করেছে আমরা তার যেমন প্রশংসা করি, একই সাথে আমরা পক্ষপাতদুষ্ট পশ্চিমা অবস্থানের নিন্দা জানাই। ইহুদিবাদী ইসরাইল ইরানি কনসুলেটে হামলা করলে কিংবা গাজা উপত্যকায় আমাদের জনগণের ওপর গণহত্যা চালালে অথবা দখলদারদের কারাগারে আমাদের বন্দিরা ভয়াবহ অত্যাচার-নির্যাতনের শিকার হলেও পশ্চিমা দেশগুলো নীরব থাকে কিন্তু ইসরাইলের অপরাধের জবাবে ইরান পাল্টা হামলা চালালে তারা নিন্দা জানায়।”

বিবৃতির শেষে হামাস বলেছে, “আরব ও মুসলিম দেশগুলোকে, মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধ শক্তি এবং বিশ্বের মুক্তিকামী জনগণকে ফিলিস্তিনি ভূমি ও পবিত্র স্থানগুলোকে মুক্ত করার জন্য অপারেশন আল-আকসার গৌরবময় যুদ্ধে আমাদের ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।"

গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে বিমান হামলা চালায়। এর প্রতিশোধ নিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শনিবার দিবাগত রাতে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের ওপর হামলা চালায়। এই হামলার পরপরই আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। কিন্তু ইরানি কনসুলেট ভবনে ইসরাইলের হামলার ব্যাপারে তারা টু শব্দটি করেনি।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ