এপ্রিল ২৩, ২০২৪ ০৯:৪২ Asia/Dhaka
  • রায়িসি (ডানে)
    রায়িসি (ডানে)

সিরিয়ার স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ইরান। সিরিয়ার জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে পাঠানো এক বার্তায় এ প্রত্যয় জানান ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

তিনি জাতীয় দিবস উপলক্ষে সিরিয়ার সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। রায়িসি সিরিয়ার ভূখণ্ড থেকে সকল দখলদার সেনা বহিষ্কার করার ওপরও গুরুত্ব আরোপ করেন।  

ইরানের প্রেসিডেন্ট আস্থা ব্যক্ত করে বলেন যে, তেহরান ও দামেস্ক তাদের বিপুল সামর্থ্য ও সক্ষমতা কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপক উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।

বাশার আল-আসাদকে পাঠানো বার্তায় ইব্রাহিম রায়িসি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সকল ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে তেহরান ও দামেস্ক।

২০১১ সালের গোড়ার দিকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়া হয় এবং এর কিছুদিন পর উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস দেশটির বিশাল এলাকা দখল করে নেয়। সিরিয়াকে উগ্র জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে দামেস্ককে সহযোগিতা করে তেহরান। ইরান ও রাশিয়ার সহযোগিতায় ২০১৯ সালে আইএসকে নির্মূল করতে সক্ষম হয় সিরিয়া। সন্ত্রাসবিরোধী যুদ্ধের সূত্র ধরে তেহরান ও দামেস্কের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী হয়।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ