অক্টোবর মাসের অ্যাকটিভ লিসেনার্স অ্যাওয়ার্ডস পেলেন রংপুর বিভাগের ৪ শ্রোতা
https://parstoday.ir/bn/news/quiz-i130990
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র রংপুর বিভাগীয় কমিটির চারজন সক্রিয় সদস্য অক্টোবর-২০২৩ মাসের অ্যাকটিভ লিসেনার্স অ্যাওয়ার্ডস-এর জন্য নির্বাচিত হয়েছেন। ক্লাবের মেসেঞ্জার গ্রুপে সক্রিয় সদস্যের মধ্যে লটারির মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়েছে। বিজয়ীদের অভিনন্দন ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১৯, ২০২৩ ১৯:৫৩ Asia/Dhaka
  • অক্টোবর মাসের অ্যাকটিভ লিসেনার্স অ্যাওয়ার্ডস পেলেন রংপুর বিভাগের ৪ শ্রোতা

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র রংপুর বিভাগীয় কমিটির চারজন সক্রিয় সদস্য অক্টোবর-২০২৩ মাসের অ্যাকটিভ লিসেনার্স অ্যাওয়ার্ডস-এর জন্য নির্বাচিত হয়েছেন। ক্লাবের মেসেঞ্জার গ্রুপে সক্রিয় সদস্যের মধ্যে লটারির মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়েছে। বিজয়ীদের অভিনন্দন ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ

বিজয়ীরা হলেন: 

১.  কান্তেশ্বর রায়
    সহ. সভাপতি
    আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগ
    বদরগঞ্জ, রংপুর।

২. মেহবুবা মুনিয়া
    সাধারণ সদস্য
    আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগ
    কচাকাটা, কুড়িগ্রাম।

৩.  মোঃ ময়নুল ইসলাম
    কার্যকরী সদস্য, আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুর বিভাগীয় শাখা
    গ্রাম : চাংড়া, ডাকঘর : রাজপুর  সদর
    লালমনিরহাট।

৪. মোঃ মেহেদী হাসান
    সহ. সভাপতি
    আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুর বিভাগ
    বোঁচাগঞ্জ, দিনাজপুর

'অ্যাকটিভ লিসেনার্স অ্যাওয়ার্ডস-২০২৩' শীর্ষক এই পুরস্কার চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯