রেডিও তেহরান শেয়ারার পুরস্কার-২০২৩ বিজয়ীদের নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/quiz-i133252-রেডিও_তেহরান_শেয়ারার_পুরস্কার_২০২৩_বিজয়ীদের_নাম_ঘোষণা
২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেইজে রেডিও তেহরানের লাইভ স্ট্রিমিং ও পার্সটুডে ডটকমের সংবাদ/অনুষ্ঠানের লিংক শেয়ারকারী শীর্ষ ১২ জনের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ১২, ২০২৪ ২১:২৪ Asia/Dhaka
  • রেডিও তেহরান শেয়ারার পুরস্কার-২০২৩ বিজয়ীদের নাম ঘোষণা

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেইজে রেডিও তেহরানের লাইভ স্ট্রিমিং ও পার্সটুডে ডটকমের সংবাদ/অনুষ্ঠানের লিংক শেয়ারকারী শীর্ষ ১২ জনের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বিজয়ীদের তালিকা

ক্রমিক

নাম

ঠিকানা

স্থান

০১.

হাফিজুর রহমান

বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

প্রথম

০২.

বানি আমিন বিশ্বাস

মেহেরপুর, বাংলাদেশ।

দ্বিতীয়

০৩.

সহিদুল ইসলাম

কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত।

তৃতীয়

০৪.

নিজামুদ্দিন শেখ

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।

চতুর্থ

০৫.

হিরামন সেখ

নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত।

পঞ্চম

০৬.

তাজির উদ্দিন

মৌলভীবাজার, বাংলাদেশ।

ষষ্ঠ

০৭.

সেখ রাজিব

বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত।

সপ্তম

০৮.

রওশন আরা লাবু

ঢাকা, বাংলাদেশ।

অষ্টম

০৯.

তপতী সরকার

পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

নবম

১০.

সেলিম রাজ

রংপুর, বাংলাদেশ।

দশম

১১.

মোহাম্মদ আলিফ

রংপুর, বাংলাদেশ।

১১তম

১২.

যুবরাজ চৌধুরী

কুমিল্লা, বাংলাদেশ।

১২তম

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২