'শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘ'র ৩২ বছর পূর্তি উপলক্ষে লটারির ফলাফল
https://parstoday.ir/bn/news/quiz-i135540-'শাপলা_শর্টওয়েভ_শ্রোতা_সংঘ'র_৩২_বছর_পূর্তি_উপলক্ষে_লটারির_ফলাফল
গত ২৯ ফেব্রুয়ারি'২৪ বাংলাদেশের কুড়িগ্রাম জেলার 'শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘ'র ৩২ বছর পূর্তি উপলক্ষে রেডিও তেহরান বাংলা’র লাইভ অনুষ্ঠানে উপস্থিত রংপুর বিভাগীয় শ্রোতাদের মধ্য থেকে লটারিতে ৩ জনকে ফেসবুক লাইভ পুরস্কার বিজয়ী নির্বাচন করা হয়েছে। উপস্থিতি ও ফলাফল তথ্য নিম্নরূপ:
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১২, ২০২৪ ২১:২৬ Asia/Dhaka
  • 'শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘ'র ৩২ বছর পূর্তি উপলক্ষে লটারির ফলাফল

গত ২৯ ফেব্রুয়ারি'২৪ বাংলাদেশের কুড়িগ্রাম জেলার 'শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘ'র ৩২ বছর পূর্তি উপলক্ষে রেডিও তেহরান বাংলা’র লাইভ অনুষ্ঠানে উপস্থিত রংপুর বিভাগীয় শ্রোতাদের মধ্য থেকে লটারিতে ৩ জনকে ফেসবুক লাইভ পুরস্কার বিজয়ী নির্বাচন করা হয়েছে। উপস্থিতি ও ফলাফল তথ্য নিম্নরূপ:

রংপুর বিভাগের লাইভে অংশগ্রহণকারী:

রংপুর জেলা থেকে -----    ১০ জন
লালমনিরহাট থেকে ----     ০৭  "
কুড়িগ্রাম থেকে  ----------   ০৫  "
দিনাজপুর থেকে ---------   ০৩  "
গাইবান্ধা  থেকে  ---------   ০২  "
নীলফামারী  থেকে ------    ০১   "
পঞ্চগড় জেলা থেকে ---     ০ ১  "
ঠাকুরগাঁও "  থেকে -----    ০১   " 
----------------------------------
মোট অংশগ্রহণকারী      ৩০  জন। 

বিজয়ীদের নাম

১.  মোহাম্মদ রমজান আলী 
    উত্তর কোবারু আমের সারি 
    বুড়ির হাট ফার্ম, রংপুর। 

২. রূহানী বেগম রিপা
    সহকারী শিক্ষক, সরল খাঁ উচ্চ বিদ্যালয়
    ডাক: সারপুকুর, আদিতমারী
    লালমনিরহাট। 

৩. সুরাইয়া ইসলাম 
    গ্রাম: শিংঝার, ডাকঘর: জয়মনিরহাট
    জেলা: কুড়িগ্রাম।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।