মার্চ ১৭, ২০২৪ ০৯:৪৫ Asia/Dhaka
  • কন্যা সন্তান ও নারীদের প্রতি ভুল এবং অবমাননাকর দৃষ্টিভঙ্গি দূর করার চেষ্টা করেছিলেন মহানবি (সা)

পবিত্র কোরআনের তাফসিরকারক ও ধর্মীয় বিশেষজ্ঞরা বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সা) মেয়েদের সম্পর্কে আরবদের ভুল ধারণা দূর করার চেষ্টা করেছিলেন।

পবিত্র কোরআনের ব্যাখ্যাকারী এবং একজন ধর্মীয় বিশেষজ্ঞ মোহাম্মদ আলী আনসারী মেয়েদের সম্পর্কে নবী (সা)'র একটি হাদিস বর্ণনা করে বলেছেন, আল্লাহর রসূল নবী মুহাম্মদ (সা.) থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন: মেয়েদেরকে যে কারণে ভালো সন্তান হিসেবে গণ্য করা হয়: তারা বরকতময়. তাদের মধ্যে দয়া, কমলতা, সেবা করার মানসিকতা এবং তাদের মধ্যে প্রেম, অপরের জন্য কষ্ট অনুভব করার এবং অন্যকে পরিশুদ্ধ করার চেষ্টা রয়েছে।

তিনি আরও বলেন: মেয়েদের সম্পর্কে ভুল ধারণা দূর করার জন্য এবং মন থেকে জাহেলিয়াতের চিন্তাভাবনা এবং মানসিকতা দূর করার জন্য নবী এই সংস্কৃতি আরব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন।

তিনি এই হাদীসটির আরো অংশ তুলে ধরে বললেন:

রাসুল (সাঃ) বললেন, সন্তান হিসেবে মেয়েরা ভালো সন্তান কারণ তারা ছেলেদের তুলনায় বেশি কোমল হৃদয়ের অধিকারী, তারা জীবন তৈরিতে অনেক বেশি ভূমিকা পালন করে, আল্লাহ তাদের মধ্যে বরকত ও কল্যাণ রেখেছেন, এবং তাদের মধ্যে এমন পবিত্রতা রয়েছে যা কখনও কখনও ছেলেদের ক্ষেত্রে তা দেখা যায় না।

ইসলামের নবী এই কোমল বাণীগুলো বলেছেন মানুষকে বোঝানোর জন্য যে আল্লাহর কাছে তোমাদের কন্যা সন্তানদের বিশেষ মূল্য রয়েছে।

আনসারী নবী (সা)'র আরেকটি হাদিস উদ্ধৃত করে বলেছেন: "যাদের কন্যা আছে তাদের প্রতি আল্লাহ রহম করুন, কারণ কন্যা সন্তানেরা আশীর্বাদপ্রাপ্ত এবং প্রিয়।"

"ওয়াহান আল-বাকিয়াত আল-সালিহাত" মেয়েরা পিতামাতার জন্য উত্তম এবং ধার্মিক উত্তরাধিকারী।

অন্য একটি হাদিসে ইসলামের নবী জোর দিয়ে বলেছেন যে যার দুটি কন্যা আছে সে বিচারের দিন আমার সাথে থাকবে।  কুরআনের তাফসিরকারক আরও স্পষ্ট করেছেন: নবীর অন্য বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে: "আল্লাহ আপনার কন্যাদের প্রতি আরও স্নেহশীল, এবং প্রতিটি মানুষ যে সুখী নারী ও মেয়েদের গড়ে তুলবে তার হৃদয় খুশি হবে।"

কুরআনের এই শিক্ষক একটি ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, মসজিদে তারা নবীর সন্তান জন্মগ্রহণের সুসংবাদ নিয়ে এসে বলেছিল যে তাঁর সন্তান একটি মেয়ে। হজরত মোহাম্মদ (সা) আরবদের চেহারা দেখেন যারা মেয়েদেরকে প্রিয় মনে করত না এবং বললেন, "রেহানে আশমাহা" সে আল্লাহ প্রদত্ত একটি সুগন্ধি ফুলের মেয়ে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ