কারবালায় ইমাম হুসাইনের (আ) শাহাদাত-বার্ষিকীতে ষাট লাখ মানুষের সমাবেশ
(last modified Wed, 25 Aug 2021 06:50:40 GMT )
আগস্ট ২৫, ২০২১ ১২:৫০ Asia/Dhaka
  • পবিত্র কারবালায় আশুরার শোকানুষ্ঠানে শোকাহত জনসমুদ্র
    পবিত্র কারবালায় আশুরার শোকানুষ্ঠানে শোকাহত জনসমুদ্র

ইরাকের বিভিন্ন অঞ্চল থেকে দেশটি পবিত্র কারবালায় শহীদ সম্রাট ইমাম হুসাইনের (আ) শাহাদাত-বার্ষিকী তথা দশই মহররম বা আশুরার অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রায় ষাট লাখ ধর্মপ্রাণ মুসলমান।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রিয় বাহিনী পপুলার মবিলাইজেশন ইউনিট বা  হাশ্‌দ আশ-শাবিসহ  নিরাপত্তা বাহিনীগুলো সংশ্লিষ্ট নানা সূত্র এ তথ্য জানিয়েছে।  

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের কারণে গত দুই বছরে বিভিন্ন দেশে আশুরার শোক অনুষ্ঠানে জনগণের সরাসরি অংশগ্রহণের হার কিছুটা কমে গেলে ইরাকে এর প্রভাব তেমন একটা দেখা যায়নি। 

কারবালায় বাইনুল হারামাইনের একাংশ রাতের বেলায় 

 

কারবালা ও নাজাফসহ ইরাকের পবিত্র শহরগুলোতে আশুরা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করা হয়। গত শুক্রবার রাতে বাগদাদের উত্তরাঞ্চলে পশ্চিমা শক্তিগুলো ও তাদের পশ্চিম এশিয় তাবেদার সরকারগুলোর মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক হামলায় হাশ্‌দ আশ-শাবি'র একজন কমান্ডারসহ চার সদস্য শাহাদাত বরণ করেন। ওই ঘটনায় আরও ৮ জন আহত হন।  #

পার্সটুডে/এমএএইচ/২৫
 

ট্যাগ