জুন ১২, ২০২১ ১৯:৩৫
প্রাপ্ত তথ্যপঞ্জি অনুযায়ী কোম শহরের গোড়াপত্তন হয় পিশদাদিয়ন রাজবংশীয়দের শাসনামলে অর্থাৎ খ্রিষ্টপূর্ব কয়েক হাজার বছর আগে। ইতিহাসে পাওয়া যায় হিজরি ২৩ সালে কোম শহর মুসলমানদের অধীনে আসে। কোমের জনগণের অন্তরের একেবারে গহীনে ইসলামের প্রভাব পড়েছে ভীষণভাবে। উমাইয়া খলিফা এবং আব্বাসিয় খলিফাদের শাসনের সময় তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবীবংশ বা আহলে বাইতের অনুসারীরা কোমে হিজরত করতেন। এভাবে নবীবংশের অনুসারীদের আগমনে কোম শহরের আয়তন বেড়ে যায়, সেইসাথে নবীপ্রেমিকদের বসতিও বেড়ে যায়।