কোমের আজম মসজিদ ইরানি স্থাপত্যের অন্যতম গৌরব
https://parstoday.ir/bn/news/iran-i81490-কোমের_আজম_মসজিদ_ইরানি_স্থাপত্যের_অন্যতম_গৌরব
কোমের আজম মসজিদটির আয়তন ১২০০০ বর্গমিটার। এ ঐতিহাসিক মসজিদটি ইরানের বৃহত্তম ধর্মীয়নগরী কোমে অবস্থিত। হজরত মাসুমাহ (সা.আ.)’র পবিত্র মাজারের পাশে এ মসজিদটির অবস্থান। এটি গ্র্যান্ড আয়াতুল্লাহ আলাভী বুরুজেরদি (রহ.)’র নির্দেশে নির্মিত হয়েছিল। এ মসজিদটি পাঞ্জেগানা নামাজসহ বহু ধর্মীয় শিক্ষার্থীদের পড়াশুনার কাজে ব্যবহার হয়ে থাকে।# 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৬, ২০২০ ১৭:০৬ Asia/Dhaka
  • কোমের আজম মসজিদ ইরানি স্থাপত্যের অন্যতম গৌরব
    কোমের আজম মসজিদ ইরানি স্থাপত্যের অন্যতম গৌরব

কোমের আজম মসজিদটির আয়তন ১২০০০ বর্গমিটার। এ ঐতিহাসিক মসজিদটি ইরানের বৃহত্তম ধর্মীয়নগরী কোমে অবস্থিত। হজরত মাসুমাহ (সা.আ.)’র পবিত্র মাজারের পাশে এ মসজিদটির অবস্থান। এটি গ্র্যান্ড আয়াতুল্লাহ আলাভী বুরুজেরদি (রহ.)’র নির্দেশে নির্মিত হয়েছিল। এ মসজিদটি পাঞ্জেগানা নামাজসহ বহু ধর্মীয় শিক্ষার্থীদের পড়াশুনার কাজে ব্যবহার হয়ে থাকে।# 

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।