-
কাজাখস্তানের আব্রাহাম চুক্তিতে যোগদান; কূটনৈতিক বাস্তবতা নাকি প্রচারণা?
নভেম্বর ০৯, ২০২৫ ১৮:২৬পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে কাজাখস্তান আনুষ্ঠানিকভাবে 'আব্রাহাম চুক্তিতে' যোগ দিতে সম্মত হয়েছে এবং এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অদূর ভবিষ্যতে অনুষ্ঠিত হবে।