ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে ২০ নেতা
https://parstoday.ir/bn/news/uncategorised-i65459-ঐক্যফ্রন্টের_সঙ্গে_সংলাপে_শেখ_হাসিনার_নেতৃত্বে_২০_নেতা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩১ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩১, ২০১৮ ১৬:৫৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩১ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার নির্দেশ-দৈনিক ইত্তেফাক
  • আস্থার সংকট নিয়ে ভোটের পথে ইসি-দৈনিক প্রথম আলো
  • ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে ২০ নেতা-দৈনিক যুগান্তর
  • আবদুল আউয়াল মিন্টুকে দুদকে তলব-দৈনিক মানবজমিন
  • সব সরকারি হাসপাতাল যথাযথভাবে পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ৩১ বছর পর হাসিমপুর গণহত্যা মামলায় রায়দান দিল্লি হাই কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়ে প্রচার করবেন মোদি!‌-দৈনিক আজকাল
  • এবার রাফায়েলের দামের নথিও জমা দিতে বলল সুপ্রিম কোর্ট, আরও চাপে মোদী সরকার-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানরে লক্ষ্যে গণভবনে আগামীকাল সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এতে ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা অংশ নেবেন। সংলাপ সফল হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আপনি?

২. সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির মরদেহের সন্ধান চেয়েছে জাতিসংঘ- বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

আস্থার সংকট নিয়ে ভোটের পথে ইসি-দৈনিক প্রথম আলো

নির্বাচন কমিশন সচিবালয়

শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা। কিন্তু এখনো নির্বাচন কমিশনের (ইসি) ওপর অংশীজনদের একটি বড় অংশের আস্থা প্রতিষ্ঠিত হয়নি। তফসিলের আগে আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ইসির তোড়জোড় রাজনৈতিক অঙ্গনে সন্দেহ আরও বাড়িয়েছে।

সংবিধান অনুযায়ী দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে একাদশ সংসদ নির্বাচন করতে হবে। সংসদের মেয়াদ শেষ হবে ২৮ জানুয়ারি। তাহলে আজ ৩১ অক্টোবর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন হতে হবে।

এদিকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আজ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ইসির বৈঠক করার কথা রয়েছে। কাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরবে ইসি। এরপর আগামী সপ্তাহে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ৪ বা ৫ নভেম্বর তফসিল ঘোষণা করে ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ভোট নেওয়ার পরিকল্পনা আছে।

তফসিল প্রস্তুতির পাশাপাশি ইসির তোড়জোড় ইভিএম ঘিরে। এখনো আইনের সংশোধন না হলেও আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও ইভিএম ব্যবহারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান যোগ করে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী মন্ত্রিসভা অনুমোদন করেছে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি আইনে পরিণত করা হবে।

অন্যদিকে দেড় লাখ ইভিএম কেনার জন্য ৩ হাজার ৮২৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। নির্বাচনের আগে প্রথম দফায় বেশ কিছু ইভিএম কেনার কাজও চলছে। প্রথম ধাপে ৭৫ হাজার ইভিএম কেনা হতে পারে। ২৭ অক্টোবর দেশের আটটি শহরে ইভিএম প্রদর্শনী করে ইসি। নভেম্বরে রাজধানীতেও ইভিএম প্রদর্শনীর আয়োজন করা হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

গত বছর ইসির সংলাপে সবচেয়ে গুরুত্ব পেয়েছিল নির্বাচনে সেনা মোতায়েন এবং ইভিএম ব্যবহার করা না–করা। বিএনপিসহ ১২টি দল ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দেয়। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ৭টি দল ইভিএমের পক্ষে ছিল।

কাল আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐক্যফ্রন্ট। এই সংলাপের দিকেও নজর রাখছে ইসি। এ–সংক্রান্ত প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংলাপে রাজনৈতিক কোনো সমঝোতা হলে কমিশন সংবিধান ও আইনের মধ্যে থেকে তা সমন্বয়ের চেষ্টা করবে।

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে ২০ নেতা-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বৃহস্পতিবার গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অংশ নেবেন ২০ নেতা।বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে ক্ষমতাসীন দলটির ১৭ জন ছাড়াও শরিক ১৪ দলের চার নেতাও বসবেন ঐক্যফ্রন্টের সঙ্গে।আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এই সংলাপ হবে। আর এতে যোগ দিতে ঐক্যফ্রন্ট ১৬ জন নেতাকে নির্বাচন করেছে মঙ্গলবার। তাদের নেতৃত্বে থাকবেন ঐক্যফ্রন্টের কামাল হোসেন।মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি পেয়ে বিকালে সংলাপে বসতে ১৬ নেতার নাম চূড়ান্ত করে ঐক্যফ্রন্ট। তাদের মোকাবেলায় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কারা থাকবেন, সেই নামগুলো জানানো হয় সংলাপের আগের দিন বুধবার।শেখ হাসিনা এই সংলাপে নেতৃত্ব দেবেন, সেটা আগেই জানানো হয়েছিল।

বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার নির্দেশ-দৈনিক যুগান্তর

হাইকোর্ট

বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তি এ রিট দায়ের করেন। হাইকোর্ট রিটকারীর আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ইসিকে বলা হয়েছে। বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় বলা ছিল, দুর্নীতির দায়ে দণ্ডিত কেউ দলের নির্বাহী পদে থাকতে পারবেন না। পরে এই ধারা সংশোধন করে গঠনতন্ত্র জমা দেয় ইসিতে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়ে প্রচার করবেন মোদি!‌-দৈনিক আজকাল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়ে প্রচার করবেন মোদি। শুনতে অবাক লাগলেও এটাই এখন চরম বাস্তব। তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জনসাধারণকে বলবেন, ‘বিজেপি’র সরকারকে সরিয়ে দিন। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন।’ তবে এই মোদি প্রধানমন্ত্রী নন। প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি। আর এতেই স্নায়ুর চাপ বেড়ে গেল নরেন্দ্র মোদি–অমিত শাহের জুটির। কারণ রাজ্যে এসে কয়েকদিন আগেই বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ২২টি লোকসভা আসন জিততে হবে বলে রাজ্য নেতাদের টার্গেট দিয়ে গিয়েছেন। এমনকী উত্তর কলকাতা থেকে স্বয়ং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিজেপি’র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর ভাই বাংলার মুখ্যমন্ত্রীর হয়ে ভোট চাইতে আসার ঘটনা চোরাস্রোত তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এবার রাফায়েলের দামের নথিও জমা দিতে বলল সুপ্রিম কোর্ট, আরও চাপে মোদী সরকার-দৈনিক আনন্দবাজার

Image Caption

এবার আর শুধু সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিষয়ক নয়, কেন্দ্রকে রাফাল চুক্তির দাম সংক্রান্ত নথিপত্রও জমা দিতে বলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি অনিল অম্বানীর সংস্থা কীভাবে বরাত পেল, সেই সংক্রান্ত নথিও চেয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ বুধবার নির্দেশ দিয়েছে, ১০ দিনের মধ্যে লিখিত আকারে সিল করা খামে ওই নথি জমা দিতে হবে। তবে জনসমক্ষে আনা হবে না সেই সব নথি। শীর্ষ আদালতের নয়া নির্দেশের জেরে রাফাল নিয়ে আরও চাপে পড়ল কেন্দ্র তথা মোদী সরকার।

কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, চুক্তির নথি অত্যন্ত স্পর্শকাতর এবং গোপনীয়। অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত আগের কোনও চুক্তির নথিও আদালতে বা সংসদে প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু সেই যুক্তি ধোপে টেকেনি।

৩১ বছর পর হাসিমপুর গণহত্যা মামলায় রায়দান দিল্লি হাই কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন

Image Caption

প্রায় ৩১ বছর পর হাসিমপুর গণহত্যা মামলায় রায় ঘোষণা করল দিল্লি হাই কোর্ট৷ ৪২ জনকে হত্যার এই ঘটনায় বুধবার রায় ঘোষণা করে আদালত৷ অভিযুক্ত ১৬ জন পিএসি (প্রভিনশিয়াল আর্ম কনস্টেব্যুলারি) জওয়ানের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক৷

১৯৮৭ সালের ২২ মে উত্তরপ্রদেশের হাসিমপুরে একটি মসজিদের সামনে পাঁচশোজন জড়ো হয়েছিলেন৷ একের পর এক খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় তাঁদের দেহ৷ সরকারিভাবে ঘোষণা করা হয় এই হত্যাকাণ্ডে ৪২ জনের প্রাণহানি হয়েছে৷ এই ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৯৯৬ সালে চার্জশিট পেশ হয়৷ চার্জশিটে ১৯ জনের নাম ছিল৷ প্রত্যেকের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, তথ্য প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করা হয।

কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ, পদত্যাগ করতে পারেন অর্জিত প্যাটেল-দৈনিক আজকাল

Image Caption

প্রকাশ্যে আসা কেন্দ্র–আরবিআই আকচা আকচিতে নিজের পদ থেকে ইস্তফা দিতে পারেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল।‌ সরকারের সঙ্গে বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। তার ফলেই এই জল্পনা তৈরি হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের অভিযোগ, সরকার তাদের স্বশাসনে নাক গলাচ্ছে। অর্থমন্ত্রকের পাল্টা অভিযোগ, বিভিন্ন ব্যাঙ্কে যখন অনাদায়ী ঋণের পরিমাণ বাড়ছে তখন রিজার্ভ ব্যাঙ্ক চুপ করে বসেছিল। এই বিতর্কের জেরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদত্যাগ করতে পারেন বলে খবর। বাজারে ওই গুজব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকে সরকারি বন্ড বেচতে শুরু করেছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১