কথাবার্তা: আলিগড়ে মুসলিম তরুণীদের ধর্মান্তরিত করে হিন্দুদের সঙ্গে বিয়ে করানোর অভিযোগ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন সহজ নয়–প্রথম আলো
- কোভিড ১৯- শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু ১ লাখ ৭৩ হাজার ছাড়াল-দৈনিক যুগান্তর
- খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ৬ অক্টোবর-দৈনিক সমকাল
- সঠিক সময়ে চিকিৎসা দিলে তিন কিশোরের মৃত্যু এড়ানো যেতো-দৈনিক মানবজমিন
- ওসি প্রদীপসহ তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ-দৈনিক ইত্তেফাক
- সুখবর! রাশিয়ার পর এবার ভ্যাকসিন অনুমোদন দিল চীন-বাংলাদেশ প্রতিদিন
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- কাশ্মীরে ফের জঙ্গি হামলা, শহিদ দুই জওয়ান ও এক পুলিশ কর্মী -দৈনিক সংবাদ প্রতিদিন
- ভারতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- মুসলিম তরুণীদের ধর্মান্তরিত করে হিন্দু ছেলেদের সঙ্গে বিবাহ করানোর অভিযোগ উঠল প্রাক্তন বিজেপি মেয়রের বিরুদ্ধে -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
শুরুতেই বিশ্বজুড়ে করোনার আপডেট খবর। তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর।
একনজরে বিশ্ব করোনার খবর: ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ছাড়াল। আর মোট মৃত্যুর সংখ্যা ৭ লাখ ৭৩ হাজার ৪৯৭ ছাড়াল। বাংলাদেশের করোনা আপডেট খবরে প্রথমআলোসহ বিভিন্ন দৈনিকে লেখা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৬৯৪ জন। সব মিলিয়ে করোনা শনাক্ত ছাড়াল ২ লাখ ৭৯ হাজার ১৪৪ ।
পি কে হালদারের কীর্তি লুটের টাকা ভাগ-বাঁটোয়ারা-দৈনিক প্রথম আলো
মেঘনা ব্যাংকের পরিচালক অলোক কুমার দাশ এসটিএল নামের ওয়্যারহাউস বিক্রি করেছেন। নথিপত্রে ক্রেতা সোহেল মুরাদ, কিন্তু টাকা এসেছে বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, রাজনৈতিকভাবে প্রভাবশালী আরেকজনের পক্ষেই পি কে হালদার এই অর্থ দিয়েছেন। এ হচ্ছে পি কে হালদারের নানা কীর্তির একটি। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর অস্তিত্বহীন ও নামমাত্র গড়ে ওঠা চারটি প্রতিষ্ঠান শেয়ার কিনে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর কাগুজে কিছু প্রতিষ্ঠান তৈরি করে আর্থিক প্রতিষ্ঠানটি থেকে ২ হাজার ১০৮ কোটি টাকা বের করা হয়। মালিকানা দখল ও টাকা লুণ্ঠনে প্রধান ভূমিকায় ছিলেন এই পি কে হালদার। এই অর্থের বড় অংশই নিজে আত্মসাৎ করেছেন, কিছু অংশ ভাগ-বাঁটোয়ারা করেছেন। তিনি রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। এখন পি কে হালদার পলাতক, আর আইএলএফএসএলের আমানতকারীরা টাকা ফেরত পেতে দরজায় দরজায় ঘুরছেন।
সিরিজ বোমা হামলার ১৫ বছর-দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৫ বছরপূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়। মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে বোমা হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন।
পুলিশ সদর দফতর ও র্যাবের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই সারাদেশে ১৫৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ডিএমপিতে ১৮টি, সিএমপিতে ৮টি, আরএমপিতে ৪টি, কেএমপিতে ৩টি, বিএমপিতে ১২টি, এসএমপিতে ১০টি, ঢাকা রেঞ্জে ২৩টি, চট্টগ্রাম রেঞ্জে ১১টি, রাজশাহী রেঞ্জে ৭টি, খুলনা রেঞ্জে ২৩টি, বরিশাল রেঞ্জে ৭টি, সিলেট রেঞ্জে ১৬টি, রংপুর রেঞ্জে ৮টি, ময়মনসিংহ রেঞ্জে ৬টি ও রেলওয়ে রেঞ্জে ৩টি। যারমধ্যে ১৪২টি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বাকি ১৭টি মামলায় ঘটনার সত্যতা থাকলেও আসামি শনাক্ত করতে না পারায় চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়। এসব মামলায় এজাহারভুক্ত আসামি ছিল ১৩০ জন। এবং গ্রেফতার করা হয় ৯৬১ জনকে। ১ হাজার ৭২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
পুলিশ জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশে ১৫৯টি মামলার মধ্যে ৯৪টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এখন ৫৫টি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। যার আসামি সংখ্যা হচ্ছে ৩৮৬ জন। এই সিরিজ বোমা হামলার রায় প্রদান করা মামলাগুলোর ৩৪৯ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। আসামিদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়। এরমধ্যে ৮ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
এসব মামলায় খালাস পেয়েছে ৩৫৮ জন আর জামিনে রয়েছে ১৩৩ জন আসামি। এছাড়া ঢাকায় বিচারাধীন ৫টি মামলা সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে রয়েছে। ঝালকাঠি জেলার দুই বিচারককে হত্যার জন্য ২০০৭ সালের ৩০ মার্চ ছয় জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান, তার সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, সামরিক কমান্ডার আতাউর রহমান সানি, চিন্তাবিদ আব্দুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ এবং সালাউদ্দিনকে ফাঁসি দেয়া হয়। বিএনপি জামায়াতের শাসন আমল (২০০১ থেকে ২০০৬) এ সরকারি এমপি মন্ত্রীদের মদদে সারাদেশে শক্ত অবস্থান তৈরি করে জঙ্গিরা।
পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন সহজ নয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত জুলাইয়ের শেষ দিকে ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই মাসের শুরুতেই ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই দেশের সম্পর্ক অনেক বছর ধরেই শীতল যাচ্ছে। তাই হুট করে পাকিস্তানের উদ্যোগে এসব যোগাযোগ সম্প্রতি একধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চীন ও নেপালের সংঘাতের সময়টাতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এমন যোগাযোগ সন্দিহান করে তুলেছে অনেককে। চীনের প্রভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হচ্ছে কি না, এ প্রশ্নও তুলেছে কোনো কোনো মহল। বাংলাদেশের কূটনীতিকদের মতে, হুট করে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হয়ে যাওয়ার মতো নাটকীয় কিছু ঘটেনি। তাই সম্পর্কের বিশেষ উন্নতির কথা ভাবা জল্পনা ছাড়া কিছুই নয়।
'আমরা চাই কৃষি হোক অর্থ উপার্জনের মাধ্যম'-কালের কণ্ঠ
'দেশের দরিদ্র মানুষও এখন ভালো খাবার খেতে পারে। আমরা চাই কৃষি হবে অর্থ উপার্জনের জন্য, মুনাফার জন্য। কৃষিতে জীবনযাত্রার মান উন্নত হবে, সুন্দর একটি জীবনের সন্ধান পাবে।'আন্তর্জাতিক নগরকৃষক সম্মেলন উপলক্ষে ভার্চুয়াল সম্মেলনে এ কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইমপ্রেস টেলিফিল্ম।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
কাশ্মীরে ফের জঙ্গি হামলা, শহিদ দুই জওয়ান ও এক পুলিশ কর্মী-দৈনিক সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে,কাশ্মীরে ফের জঙ্গি হামলা (Terrorist Attack)। টহলদারির সময় যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা। সোমবার সকালের হামলায় দুই সিআরপিএফ জওয়ান (CRPF) ও এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। প্রসঙ্গত, দিন কয়েক আগে শ্রীনগর (Srinagar) সংলগ্ন বাইপাসে টহলদারি নিরাপত্তাকর্মীদের উপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সেখানেও দুই জওয়ান শহিদ হন।
মুসলিম তরুণীদের ধর্মান্তরিত করে হিন্দু ছেলেদের সঙ্গে বিবাহ করানোর অভিযোগ উঠল প্রাক্তন বিজেপি মেয়রের বিরুদ্ধে-দৈনিক আজকাল
মুসলিম যুবতীদের ধর্মান্তরিত করে হিন্দু ছেলেদের সঙ্গে বিবাহ করান শকুন্তলা ভারতী। চাঞ্চল্যকর অভিযোগ উঠল আলিগড়ের প্রাক্তন বিজেপি মেয়রের বিরুদ্ধে।
৭ আগস্ট অলিগড়ের এক তরুণী নিরুদ্দেশ হয়ে যান তাঁর বাড়ি থেকে। তরুণী জামাইবাবু এক হিন্দু ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন থানায়। তিনি জানান, তাঁর স্ত্রীয়ের বোন বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। সঙ্গে করে কিছু গয়নাও নিয়ে গিয়েছেন। এবং এক হিন্দু ছেলেকে বিয়ে করার জন্য নিজের ধর্ম পরিবর্তন করছেন তিনি। পুলিশ হিন্দু তরুণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ও ৩৬৬ ধারায় মামলা দায়ের করে। এবং তরুণীর তল্লাশি চালায়। অন্যদিকে তরুণীর দিদি টুইটারে বিজেপি মেয়রের বিরুদ্ধে অভিযোগ করে পোস্ট করেন। তাঁর দাবি, এসবের পেছনে রয়েছেন শকুন্তলা দেবী। তিনি মুসলিম মেয়েদের অপহরণ করে নিয়ে গিয়ে ধর্মীন্তরিত করে হিন্দু ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়ায়। এমনকি রবিবার একটি সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে এই ঘটনার মূলচক্রী হিসেবে অভিযুক্ত করেন মেয়র শকুন্তলা দেবীকে।
তাঁর বক্তব্য, ‘আমার বোন যখন থানায় আসেন, তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন প্রাক্তন মেয়র। এমনকি বোনকে আমার সঙ্গে কথা পর্যন্ত বলতে দেননি শকুন্তলা দেবী। তিনি কীভাবে এই ঘটনায় জড়িত হলেন? তিনি আদপে একটি চক্র চালাচ্ছেন। যেখানে মুসলিম মেয়েদের অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করিয়ে হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করান তিনি।’ যদিও পুলিশ তাঁর বোনকে উদ্ধার করার পর তিনি জানান, এই বিয়ে তিনি নিজের ইচ্ছেতেই করেছেন। তাঁকে কোনওরকম জোর করা হয়নি। ১০ আগস্ট আর্য সমাজ মন্দিরে তাঁরা বিয়ে করেছেন। পাত্রের সঙ্গে তাঁর আগেই পরিচয় হয়েছিল। সেই থেকে প্রেম। এবং পরে বিয়ে করার সিদ্ধান্ত। তাঁর দাবি, তাঁকে কেউ জোর করেননি। তাঁর দিদির অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যে। তিনি আসলে এই বিয়েতে রাজি ছিলেন না।
অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি মেয়রের। তিনি জানান, যদি কেউ এই অভিযোগের জন্য প্রয়োজনীয় প্রমাণ সামনে আনতে পারে, তাহলে তিনি রাজ্য ছেড়ে চলে যাবেন চিরকালের মতো। শকুন্তলা ভারতী দাবি, ‘আমার সম্পর্কে খারাপ কথা রটিয়ে আমার ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে এখানে। প্রমাণ না করতে এমন কথা যেন আর কখনও না বলা হয়।’
ভারতে করোনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, এখন পর্যন্ত ভারতে মৃত্যু ছাড়িয়েছে ৫০ হাজার। গত ২৪ ঘন্টায় মারা গেছেন-৯৪১। এ সময়ে আক্রান্ত-৫৭৯৮১ জন। মোট আক্রান্ত ২৬ লাখ ৪৭ হাজার৬৬৩ জন। তবে স্বস্তি দিচ্ছে সুস্থ হওয়ার হার বলে জানিয়েছে দৈনিকটি। এদিকে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা স্থিতিশীল। অন্যদিক করোনায় আক্রান্ত বিশিষ্ট পরিচালক রাজচক্রবর্তী।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭