ইরানে সিরিয় পররাষ্ট্রমন্ত্রী ও আরব আমিরাতের নিরাপত্তা উপদেষ্টার সফর
https://parstoday.ir/bn/news/west_asia-i100916-ইরানে_সিরিয়_পররাষ্ট্রমন্ত্রী_ও_আরব_আমিরাতের_নিরাপত্তা_উপদেষ্টার_সফর
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ দু'দিনের সফরে এখন ইরানে অবস্থান করছেন। এ সফরে তিনি ইরান এবং সিরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত আছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২১ ১৭:৩৬ Asia/Dhaka

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ দু'দিনের সফরে এখন ইরানে অবস্থান করছেন। এ সফরে তিনি ইরান এবং সিরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত আছেন।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ানও এখন তেহরানে অবস্থান করছেন। তিনি ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির আমন্ত্রণে শেখ তাহনুন তেহরান সফর করছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।#

পার্সটুডে/আবুসাঈদ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।