ইসরাইলের সঙ্গে চুক্তির প্রতিবাদে সংসদ অধিবেশন বর্জন
(last modified Thu, 09 Dec 2021 11:10:02 GMT )
ডিসেম্বর ০৯, ২০২১ ১৭:১০ Asia/Dhaka
  • জর্দানে সংসদ সদস্যদের প্রতিবাদ
    জর্দানে সংসদ সদস্যদের প্রতিবাদ

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে জ্বালানির বিনিময় পানি চুক্তি করার প্রতিবাদে জর্দানের বহুসংখ্যক সংসদ সদস্য জাতীয় সংসদের অধিবেশন বর্জন করেছেন।

অধিবেশন থেকে সংসদ সদস্যদের চলে যাওয়ার পর কোরাম সংকটের কারণে সংসদের প্রতিনিধি পরিষদের স্পিকার আবদুল করিম আল-দাগমি গতকাল (বুধবার) সংসদের অধিবেশন স্থগিত করতে বাধ্য হন। গতকালের অধিবেশনে ওই চুক্তি নিয়ে আলোচনা করার কথা ছিল।

এর আগে গতকালই জর্দানের সাধারণ জনগণ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ওই চুক্তির প্রতিবাদে সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সামনে বিক্ষোভ করেন। তারা বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন বহন করেন যাতে লেখা ছিল “ইহুদিবাদী শক্তির সঙ্গে করা চুক্তি ধ্বংস হোক”। এছাড়া জ্বালানির বিনিময়ে পানি চুক্তিকে তারা দেশ এবং দেশের জনগণের ওপর নতুন অপরাধ বলে উল্লেখ করেন।

গত মাসে মার্কিন জলবায়ু বিষয়ক প্রতিনিধি জন কেরির উপস্থিতিতে জর্দান, ইহুদিবাদী ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত একটি চুক্তি সই করে। এ চুক্তির আওতায় জর্দান ইহুদিবাদী ইসরাইলকে প্রতিদিন ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে, বিনিময়ে ইসরাইল জর্দানকে ২০ কোটি ঘনমিটার পানি সরবরাহ করবে।

এই চুক্তি সইয়ের পর দফায় দফায় জর্দানের সাধারণ জনগণ বিক্ষোভ করেছেন এবং চুক্তি বাতিল করে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৯

ট্যাগ