হামাস বলছে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত হবে না
https://parstoday.ir/bn/news/west_asia-i101304-হামাস_বলছে_ইসরাইলের_নিরাপত্তা_নিশ্চিত_হবে_না
সম্প্রতি নির্মাণ শেষ হওয়া লৌহ দেয়ালের কারণে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সুড়ঙ্গ পথ তৈরির প্রকল্প আর সফল হবে না বলে ইহুদিবাদী ইসরাইল যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, কোনো দেয়াল ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২১ ০১:৩০ Asia/Dhaka
  • গাজা উপত্যকা বরাবর ইসরাইলের লৌহ দেয়াল
    গাজা উপত্যকা বরাবর ইসরাইলের লৌহ দেয়াল

সম্প্রতি নির্মাণ শেষ হওয়া লৌহ দেয়ালের কারণে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সুড়ঙ্গ পথ তৈরির প্রকল্প আর সফল হবে না বলে ইহুদিবাদী ইসরাইল যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, কোনো দেয়াল ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

গাজা উপত্যকা বরাবর ইহুদিবাদী ইসরাইল লোহার এই দেয়াল নির্মাণ করেছে। ইসরাইল গত সপ্তাহে দেয়াল নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়ে বলেছে, মাটির নিচে এবং মাটির উপরে এই দেয়াল নির্মাণ করার কারণে হামাস ইসরাইলের আর কোনো ক্ষতি করতে পারবে না। ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করছে, প্রযুক্তিগতভাবে এই দেয়াল খুবই উন্নত এবং হামাসের সুড়ঙ্গ পথ নির্মাণের কার্যক্রম সফলভাবে বাধা দেবে এই দেয়াল

হামাসের সুড়ঙ্গ পথ

২০১৪ সালে ইহুদিবাদী ইসরাইল যখন গাজা উপত্যকায় আগ্রাসন চালায় তখন হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ পথ ব্যবহার করে ইসরাইলের অভ্যন্তরে হামলা চালিয়েছিলেন

সরাইলের এই দেয়ালের ফলে এটি নিশ্চিত হয়ে গেল যে, গাজার ২০ লাখ মানুষ এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারের বাসিন্দা

দেয়াল সম্পর্কে জাতিসংঘ মন্তব্য করেছে যে, ইসরাইলি পদক্ষেপের কারণে গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়বে এবং সেখানকার জনগণের অবস্থা আরো খারাপ হবে#

পার্সটুডে/এসআইবি/১৬