ইসরাইলের সাবমেরিন অভিযানের পরিকল্পনা ভেস্তে দিল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i102466-ইসরাইলের_সাবমেরিন_অভিযানের_পরিকল্পনা_ভেস্তে_দিল_হামাস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ইসরাইলের পরিকল্পিত সাবমেরিন অভিযান ব্যর্থ হয়ে গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৩, ২০২২ ১৮:২৪ Asia/Dhaka
  • ইসরাইলের সাবমেরিন অভিযানের পরিকল্পনা ভেস্তে দিল হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ইসরাইলের পরিকল্পিত সাবমেরিন অভিযান ব্যর্থ হয়ে গেছে।

হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড বলেছে, তারা দখলদার ইসরাইলের একটি সাবমেরিন থেকে বিশেষ যন্ত্রপাতি সরিয়ে নিতে সক্ষম হয়েছে। এর ফলে ইসরাইলের নৃশংস পরিকল্পনা ভেস্তে গেছে।

হামাসের ঐ ব্রিগেড আরও বলেছে, দখলদার বাহিনী ডলফিন ক্লাসের একটি সাবমেরিনে এমন সব যন্ত্রপাতি বসিয়েছিল যা দিয়ে হামাসের নৌ শাখার সদস্যদের হত্যা করা যেতো। কিন্তু দখলদারদের জল অভিযান সফল হওয়ার আগেই হামাসের সদস্যরা সাবমেরিনটির পথ আটকে মারণাস্ত্রগুলো সরিয়ে নিয়েছে।

হামাস জানিয়েছে, দখলদার ইসরাইল এখন সাগরে সাবমেরিনের সাহায্যে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে এবং হামাসের নৌ সদস্যদের হত্যার চেষ্টা চালাচ্ছে। সাবমেরিনে বিশেষ যন্ত্র বসিয়ে এই লক্ষ্য হাসিলের চেষ্টা করছে ঘাতকেরা।

হামাস ২০১৫ সালেও একবার ইসরাইলের ডলফিন ক্লাসের সাবমেরিন আটকে দিতে সক্ষম হয়েছিল।

ইসরাইল বহু বছর ধরেই ডলফিন ক্লাসের সাবমেরিন ব্যবহার করে আসছে।#    

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।