কমান্ডারসহ কয়েক ডজন আমিরাতি ভাড়াটে গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i103122-কমান্ডারসহ_কয়েক_ডজন_আমিরাতি_ভাড়াটে_গেরিলা_নিহত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের কয়েক ডজন ভাড়াটে গেরিলা নিহত হয়েছে। নিহতদের মধ্যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশেরও অনেক সদস্য রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৯, ২০২২ ২১:১১ Asia/Dhaka
  • ইয়েমেনের বুরকান ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনের বুরকান ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের কয়েক ডজন ভাড়াটে গেরিলা নিহত হয়েছে। নিহতদের মধ্যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশেরও অনেক সদস্য রয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট আজ (রোববার) সকালে শাবওয়াহ প্রদেশের উসাইলান এলাকায় তাকিফিরি সন্ত্রাসেীদের এক জমায়েত লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এতে এসব ভাড়াটে গেরিলা ও সন্ত্রাসী নিহত হয়।

জেনারেল সারি জানান, অত্যন্ত নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে বহু সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়। তিনি বলেন, নিহতদের মধ্যে বশ কয়েকজন গেরিলা কমান্ডার রয়েছে। এছাড়া, গেরিলা ও সন্ত্রাসীদের বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।