ইয়েমেনের সঙ্গে আবুধাবির সংঘাত বৃদ্ধি
সস্ত্রীক আমিরাত সফরে ইসরাইলের প্রেসিডেন্ট
-
সস্ত্রীক আরব আমিরাত সফর করছেন ইসরাইলের প্রেসিডেন্ট
ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগ সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। আবুধাবি ও তেল আবিব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পার হওয়ার পর তিনি এই সফর করছেন।
সংযুক্ত আরব আমিরাতে রওয়ানা দেয়ার আগে হারজগ জানান, আবু ধাবির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদের ব্যক্তিগত আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন এবং সেখানে অবস্থানকালে আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হবে। হারজগ দাবি করেন, তিনি পুরো অঞ্চলের জন্য শান্তির বার্তা বয়ে নিয়ে যাচ্ছেন।
হারজগ এমন সময় এই শান্তির বার্তা বহনের দাবি করছেন যখন সংযুক্ত আরব আমিরাত দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন ও বর্বরতা বাড়িয়ে দিয়েছে। ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি ঘোষণা করেছে যে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনে এগিয়ে আসতে পারে ইসরাইল। এছাড়া, গত ১৮ জানুয়ারি ইসরাইল আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোহিতা দেয়ার প্রস্তাব দিয়েছিল।#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।