শত ষড়যন্ত্র সত্ত্বেও বায়তুল মুকাদ্দাসেরই জয় হবে: রায়েদ সালাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i104224-শত_ষড়যন্ত্র_সত্ত্বেও_বায়তুল_মুকাদ্দাসেরই_জয়_হবে_রায়েদ_সালাহ
অধিকৃত ইসরাইল ভিত্তিক ইসলামিক মুভমেন্টের প্রধান শেখ রায়েদ সালাহ বলেছেন, শত ষড়যন্ত্র ও আগ্রাসন সত্ত্বেও বায়তুল মুকাদ্দাসেরই জয় হবে। তিনি আজ (মঙ্গলবার) নাবলুস শহরে বিশ্ব কুদস সপ্তাহ'র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৯:২৯ Asia/Dhaka
  • শেখ রায়েদ সালাহ
    শেখ রায়েদ সালাহ

অধিকৃত ইসরাইল ভিত্তিক ইসলামিক মুভমেন্টের প্রধান শেখ রায়েদ সালাহ বলেছেন, শত ষড়যন্ত্র ও আগ্রাসন সত্ত্বেও বায়তুল মুকাদ্দাসেরই জয় হবে। তিনি আজ (মঙ্গলবার) নাবলুস শহরে বিশ্ব কুদস সপ্তাহ'র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

রায়েদ সালাহ আরও বলেছেন, ইতিহাসে সব সময় বায়তুল মুকাদ্দাসের বিজয় হয়েছে। কিয়ামত পর্যন্ত এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে।

এই নেতা বলেন, বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসা মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং এ ক্ষেত্রে অবহেলা মানেই আত্মহত্যা। ইসলামিক মুভমেন্টের প্রধান রায়েদ সালাহ মসজিদুল আকসায় বেশি বেশি অবস্থান করার ওপর জোর দিয়েছেন।

সম্প্রতি ইসলামিক মুভমেন্ট মসজিদুল আকসার যেকোনো ধরণের অবমাননার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এ ধরণের পদক্ষেপের কারণে বড় ধরণের যুদ্ধ বেধে যেতে পারে। এমনটি হলে এতে ইহুদিবাদীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

এছাড়া, ফিলিস্তিনের সংসদের কুদস কমিশনের চেয়ারম্যান আহমাদ আবু হালবিয়া বলেছেন, বায়তুল মুকাদ্দাস এখন সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। ইসরাইলি হুমকি চরম পর্যায়ে পৌঁছেছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।