মোসাদ কেন্দ্রে হামলা সম্পর্কে ইরানি রাষ্ট্রদূত যা বললেন
(last modified Tue, 15 Mar 2022 08:24:25 GMT )
মার্চ ১৫, ২০২২ ১৪:২৪ Asia/Dhaka
  • এরবিলের মোসাদকেন্দ্রে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলা
    এরবিলের মোসাদকেন্দ্রে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেছেন, ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রশিক্ষণ কেন্দ্রে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যই চালানো হয়েছে। তিনি বলেন, ইরানের নিরাপত্তা রক্ষার জন্য এই হামলা অত্যন্ত জরুরি ছিল।

গতকাল সোমবার ইরাকের পবিত্র নগরী কারবালায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় ইরাজ মাসজেদি এসব কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচরেরা ইরাকের কুর্দিস্তান অঞ্চলকে ইরানের নিরাপত্তা বিরোধী অভিযানের জন্য ষড়যন্ত্রের কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল। বারবার কুর্দিস্তানের আঞ্চলিক সরকারকে ইরান এ ব্যাপারে সতর্ক করার পরেও কোনো কাজ হয়নি। ইরাজ মাসজেদি জোর দিয়ে বলেন, ইরানের নিরাপত্তা রক্ষার জন্য এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন কিংবা আরব এই দেশটিকে অপমান করার জন্য নয়।

রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি

ইরানি রাষ্ট্রদূত কুর্দিস্তানের কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, “আমরা আশা করি আপনারা ইরাকের মাটি থেকে ইহুদিবাদী ইসরাইলিদেরকে বহিষ্কার করবেন এবং ইরাককে ইসরাইলি মুক্ত করবেন। কিন্তু ইসরায়েলিদেরকে যদি বহিষ্কার না করা হয় তাহলে কী মনে করেন যে, আমরা হাত-পা বেঁধে চুপচাপ বসে থাকবো? নিশ্চয়ই না"

ইরানের রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইরাক সরকার কিংবা আমেরিকার কোনো স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি, এই হামলা চালানো হয়েছে মূলত ইসরাইলি প্রশিক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে।

ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন

তিনি বলেন, "কিছু গণমাধ্যম হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন কনস্যুলেটকে তুলে ধরেছে। এ ধরনের খবরে আমি বিস্মিত। এটি সত্য যে, গত ৪০ বছর ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব চলছে কিন্তু শনিবার রাতে যে হামলা চালানো হয়েছে তা ইসরাইলি ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে, যেখান থেকে আমাদের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো।"

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ সম্পর্কে খবর দিয়েছে যে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং বেশ কয়েকজন ইসরাইলের ভাড়াটে কর্মকর্তা নিহত কিংবা আহত হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআইরজিসি এ হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, সিরিয়ায় তাদের দুই কর্মকর্তাকে হত্যার প্রতিশোধ হিসেবে মোসাদ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫