ফিলিস্তিনের দখলকৃত এলাকা ইসরাইলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
-
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি
পার্সটুডে-ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ড ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিন-২ এবং জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেলআবিবে সামরিক অভিযান চালানো হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও বলেন, এই অভিযান সফল হয়েছে, যার ফলে লাখ লাখ ইহুদি আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।
সারি বলেন: ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের নিপীড়িত জনগণ এবং গাজার বাসিন্দাদের সমর্থনের পাশাপাশি ইয়েমেনের বিরোধী ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের প্রথম প্রতিক্রিয়া হিসাবে এই অভিযান চালানো হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেন, ইসরাইলিরা কখনোই শান্তি ও নিরাপত্তা পাবে না। সামরিক বাহিনীর পরবর্তী অভিযান আরও তীব্র হবে বলেও তিনি জানান।#
পার্সটুডে/এনএম/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।