পারস্য উপসাগরে আমিরাতের জাহাজডুবি; ২৯ নাবিককে উদ্ধার করল ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i105338-পারস্য_উপসাগরে_আমিরাতের_জাহাজডুবি_২৯_নাবিককে_উদ্ধার_করল_ইরান
সংযুক্ত আরব আমিরাতের ডুবে যাওয়া বাণিজ্যিক জাহাজ থেকে ২৯ নাবিককে উদ্ধার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৭, ২০২২ ১৭:৫১ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে আমিরাতের জাহাজডুবি; ২৯ নাবিককে উদ্ধার করল ইরান

সংযুক্ত আরব আমিরাতের ডুবে যাওয়া বাণিজ্যিক জাহাজ থেকে ২৯ নাবিককে উদ্ধার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

ইরানের নৌ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্য উপসাগরে ডুবে যাওয়া আমিরাতি জাহাজটির একজন নাবিক এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।

 'নাজি-১৮' ও 'নাজি-২০' নামের দু'টি নৌযান উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে। তবে ঝড়ো হাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আবহাওয়া বিভাগ বলছে, দুর্ঘটনাস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি।

আজ সকালে বিরূপ আবহাওয়ার কারণে আরব আমিরাতের একটি বাণিজ্যিক জাহাজ ইরানের বুশেহর প্রদেশের উপকূলে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই ইরানের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন। জাহাজটিতে গাড়ি বহন করা হচ্ছিল।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।